এক দশক পর ব্যান্ডের বাইরে টিপু

সাইদ হাসান টিপু

সাইদ হাসান টিপুকে সাধারণত ব্যান্ডের গানেই পাওয়া যায়। ‘অবসকিওর’ ব্যান্ডের এই কর্তা এবার গাইলেন একক গান। গানের শিরোনাম ‘কেন জড়ালে’।
যে গানটির মাধ্যমে দীর্ঘ এক দশক পর ব্যান্ডের বাইরে গাইলেন টিপু।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজীব রহমান। রাজু চৌধুরীর সঙ্গে যৌথভাবে গানটির কথাও লিখেছেন রাজীব।
টিপু বলেন, ‘নানা কারণে গত দশ বছরে ব্যান্ডের বাইরে গান করা হয়নি। নতুন গানটি তৈরি করে গাওয়ার জন্য আমার কাছে পাঠায় রাজীব। শোনার পর ভালো লাগে। এরমধ্যে কণ্ঠ দিয়েছি। আমি বলবো, এটি বেশ ভালো একটি গান। ভালো লাগবে।’
তিনি আরও জানান, ইতোমধ্যে চ্যানেল আই'র একটি স্টুডিওতে গানটির ভিডিও শুটিংও হয়েছে। শিগগিরই এটি ইউটিউবে অবমুক্ত হবে।
ব্যান্ডের বাইরে সাইদ হাসান টিপু সর্বশেষ গান গেয়েছেন ২০০৯ সালে। রবীন্দ্রনাথের গান নিয়ে ‘সকলই ফুরালো’ শিরোনামে অ্যালবাম প্রকাশ করেছিলেন তখন। ১৯৯০ সালে মৌলিক গান নিয়ে তার প্রথম একক ‘একাকী একজন’ প্রকাশ হয়। ১৯৯৭ সালে আসে লোকগানের অ্যালবাম ‘ভবের পাগল’।
এরপর থেকে ব্যান্ড অবসকিওর নিয়েই আছেন তিনি। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন ব্যান্ডের গান ও অ্যালবাম।