মাস তিনেক আগে মুক্তি পেয়েছিল সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি সিনেমাটি। তবে সালমান তো সালমানই, তিনি সবসময়ই ফিরতে মরিয়া। তারই প্রমাণ মিললো আরও একবার। নতুন সিনেমা নিয়ে আসছেন সাল্লু ভাই।
আচমকাই ভক্তদের চমকে দিলেন যেন। নিজের পরের সিনেমা, ‘ব্যাটল অব গালওয়ান’-এর ঘোষণা তো দিলেনই, সেইসাথে প্রকাশ করলেন ছবির ফার্স্টলুকও। ৫ জুন অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পিকচার শেয়ার করে আনুষ্ঠানিকভাবে জানান দিলেন, আবারও আসছেন তিনি।
জানা গেছে, ২০২০ সালে লাদাখে সংঘটিত ভারত ও চীনের মধ্যে সংঘাতই ছবিতে তুলে ধরবেন নির্মাতা অপূর্ব লাখিয়া। এই প্রথম কোনও সত্য ঘটনার আলোকে, যুদ্ধ-পরিস্থিতি নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করছেন সালমন। সিনেমায় তার বিপরীতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যেতে পারে।
সালমান এখানে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। যিনি চীনা সেনাদের সাথে সংঘর্ষের সময় ১৬টি বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন।
এটাও জানা গেছে, চলতি মাসেই লাদাখে ছবির শুটিং শুরু হচ্ছে।
সিনেমার ফার্স্টলুকে সালমনকে দেখা যাচ্ছে একজন ভারতীয় সেনার পোষাকে।চেহারায় ক্ষত, রক্তের চিহ্ন রয়েছে। এছাড়া, পেরেক গাঁথা মুগুর দেখা যাচ্ছে কাঁধের ওপর।
স্বভবতই, ফার্স্ট লুক দেখে উচ্ছ্বসিত সালমান ভক্তরা। তারা আশা করছেন, এবার বোধ হয় খরা কাটতে চলেছে প্রিয় অভিনেতার।
ফার্স্টলুক দখে একজন মন্তব্য করছেন, ‘ভাই ফের বক্স অফিস জয় করতে আসছেন’। আরেকজন লিখেছেন, ওহ মাই গড! বলিউড সুলতান ফিরছেন!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, বলিউডের আসল হিরো ফিরছেন।’
বলা প্রয়োজন, ভারতের ইতিহাসে ‘গালওয়ান’ সংঘাত খুবই গুরুত্বপূর্ণ। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত চরমে পৌঁছায়। তখন, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুচ উচ্চতায় দুই দেশের বাহিনী পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটে। প্রায় ৪৫ বছরের মধ্যে চীন-ভারত সীমান্ত সংঘাতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।
এমনকি, গালওয়ান সংঘর্ষ নিয়ে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও শুরু হয়।
সূত্র: এনডিটিভি