শাহ আবদুল করিম স্মরণে...

পলাশ, শাহ আবদুল করিম ও দীপা১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০ম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ সাজানো হয়েছে বিশেষ আয়োজনে।
এতে শাহ আবদুল করিমের গান গাইবেন পলাশ ও দীপা।
সরাসরি সম্প্রচার হওয়া এই অনুষ্ঠানে গানের পাশাপাশি তারা কথা বলবেন শাহ আবদুল করিম ও তাঁর গান নিয়ে।
‘মিউজিক ক্লাব’-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে আজ (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।
১৯১৬ সালের ১ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে এক সাধারণ পরিবারে জন্ম নেন বাউল শাহ আবদুল করিম। জীবদ্দশায় তিনি রচনা করেন আফতাবসংগীত, গণসংগীত, কালনীর ঢেউ, ধলমেলা, ভাটির চিঠি, কালনীর কূলে ও শাহ আবদুল করিম রচনাসমগ্র নামে গানের বই। কর্মের স্বীকৃতি হিসেবে অর্জন করেন একুশে পদক, শিল্পকলা একাডেমি সম্মাননা, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা।
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম ও ভালোবাসার পাশাপাশি শাহ আবদুল করিম গানে গানে কথা বলেছেন অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর কোটি ভক্তকে কাঁদিয়ে পরপারে চলে যান এই বাউল কিংবদন্তি।