পড়াশোনা শেষে সিনেমার শুটিংয়ে ফিরলেন শুভ

আরিফিন শুভঅভিনয় নিয়ে পড়াশোনা করতে গত ২৫ জুলাই এক মাসের জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। দেশে ফিরেছেন আগস্টের শেষ সপ্তাহে।  
ফেরার পর একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করলেও চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি। তবে কাল (১৫ সেপ্টেম্বর) থেকে আবার সেলুলয়েড ক্যামেরায় ফিরছেন এই তারকা।
এদিন সকাল থেকে মহাখালীতে শুরু হচ্ছে ‌‘জ্যাম’ ছবির শুটিং। এর মাধ্যমে দুই মাস পর ছবির কাজ করছেন শুভ। এতে তার বিপরীতে আছেন পূর্ণিমা। এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
আরিফিন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ইতোমধ্যে ‌‘জ্যাম’-এর ৫০ শতাংশ কাজ হয়েছে। এবার টানা শুটিং করব। মাসজুড়ে ছবিটির কাজ হবে।’’
জানা যায়, মহাখালীর একটি হাসপাতালে এর দৃশ্যধারণ হবে।
ছবির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন শুভ ও পূর্ণিমা। ফেরদৌস আছেন অতিথি চরিত্রে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছেন কলকাতার ঋতুপর্ণা।
‘জ্যাম’-এর মূল ভাবনা আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার।
এর মাধ্যমে ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।