স্কুল বন্ধুর লেখা গানে মেহরাব

মেহরাব। ছবি- ওমর ফারুক টিটুআকাশি রঙ—ক্লোজআপ ওয়ান-খ্যাত শিল্পী মেহরাবের নতুন গানের শিরোনাম এটি। গত ১১ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে এটা।
মজার বিষয় হলো, গানটি লেখা ও সুর করেছেন এই শিল্পীর স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু শোয়েব লিয়াকত। আর সংগীত পরিচালনা করেছেন মেহরাব নিজেই।

এ প্রসঙ্গে মেহরাব বললেন, ‘‘ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আরও কিছু কাজ হাতে আছে। এরমধ্যে বন্ধু শোয়েবের লেখা ও সুরে ‘আকাশি রঙ’ গানটা করলাম। আশা করি সবার ভালো লাগবে।’’
গানটি অবমুক্ত করা হয়েছে মেহেরাবের নিজস্ব ইউটিউব চ্যানেলে। শিল্পী জানান, এখন থেকে তার গাওয়া নতুন গান এই চ্যানেলে প্রকাশ করবেন তিনি।

২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মেহরাব। এর মাধ্যমেই পরিচিতি পান তিনি। এরপর প্রিন্স মাহমুদের সুর ও সংগীতে ২০০৬ সালে ‘আড্ডা’ নামের দ্বৈত অ্যালবাম প্রকাশ করেন। তারপর ‘বোকা’ ও ‘প্রিন্স মাহমুদের গান’, ‘কাহাতক’ নামের মিশ্র অ্যালবামেও গেয়েছেন তিনি।
২০১০ সালে নিজের সুর ও সংগীতে প্রকাশ পায় মেহেরাবের প্রথম একক অ্যালবাম ‘সাইরেন’। এরপর থেকে নিয়মিত সিঙ্গেল গান করে যাচ্ছেন এই শিল্পী।

আকাশি রং: