আইয়ুব বাচ্চুর চার সতীর্থকে নিয়ে...

2222কিংবদন্তি আইয়ুব বাচ্চুর চার সতীর্থ কিংবা সহচরকে নিয়ে নির্মিত হলো বিশেষ অনুষ্ঠান ‌‘স্মৃতিদহন’।
তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় এ অনুষ্ঠানে উঠে আসবে আইয়ুব বাচ্চুকে ঘিরে তাদের স্মৃতির দহনের গল্পগুলো।
এতে অতিথি থাকছেন এলআরবি’র প্রতিষ্ঠাতা দুই সদস্য এস আই টুটুল ও সাইদুল হাসান স্বপন এবং এলআরবি’র জনপ্রিয় অনেক গানের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী ও বাপ্পী খান।
আইয়ুব বাচ্চুর সঙ্গে অভিমান, তার কাছ থেকে পাওয়া সেরা উপহার, গানের স্মৃতি, এলআরবির ভবিষ্যৎসহ একাধিক প্রসঙ্গ উঠে এসেছে বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘বাচ্চু ভাইয়ের চলে যাওয়ার ১ বছর পরে এমন ৪ জনকে সম্মিলিত করতে চেয়েছি, যাদের সঙ্গে মূলত একজন আইয়ুব বাচ্চু তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। এমনকি পরিবারের সঙ্গেও এতটা সময় কাটাননি, যতটা এই চার সহচরের সঙ্গে কাটিয়েছেন তিনি। তাই তাদের কাছে এই কিংবদন্তির স্মৃতির ডালপালা অনেক। সেখান থেকেই কিছু অভিমান, আনন্দ আর প্রাপ্তির স্মৃতিগুলো নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।’
আমীরুল ইসলামের পরিকল্পনায় ‌‘স্মৃতিদহন’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল রেজা। এটি প্রচার হবে আজ (১৮ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে, চ্যানেল আইতে।