৩০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী দিলেন সালমা

সালমা ১২ময়মনসিংহের হালুয়াঘাট বড়দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিশুকে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম প্রদান করেছেন কণ্ঠশিল্পী সালমা। গতকাল (২৮ অক্টোবর) এটি তুলে দেন তিনি ও তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর।
পাশাপাশি শিশুদের জন্য কাজ করে যেতে নিজের মেয়ের নামে তৈরি করেছেন একটি ফাউন্ডেশন। নাম ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’। সালমা জানান, দেশ ও মানুষের জন্য কাজ করতেই তার এই উদ্যোগ।
সালমা ১১বিষয়টি নিয়ে সালমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানুষ তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। এবার তাদের জন্য কিছু করতে চাই।’
শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা সামগ্রীর মধ্যে আছে বাংলা, ইংরেজি ও গণিতের খাতা, কলম, কেরাম, ফুটবল, পোলাওর চাল প্রভৃতি।
সালমা ১৩সালমা আরও বলেন, ‘‘মানবিক উন্নয়নের জন্য প্রধান এবং একমাত্র হাতিয়ার শিক্ষা। তাই বাকি জীবনটা আমি ও আমার স্বামী মিলে শিক্ষা নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই। ইচ্ছে আছে সারাদেশে শিশুদের মাঝে এমন উৎসাহমূলক কাজ করার। আর এ লক্ষ্যে  ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’ প্রতিষ্ঠা করেছি।’’
এদিকে সালমা এখন গান নিয়েও তুমুল ব্যস্ত। স্টেজ শো’র পাশাপাশি সম্প্রতি হাবিবের সুরে গাইলেন তিনি। ‘তোমার অপেক্ষায়’ নামের এই গানটি লিখেছেন অমিত কর্মকার, যার ভিডিও শিগগিরই উন্মুক্ত হবে।সালমা ১৩৪