পশ্চিমবঙ্গ হয়ে দেশের প্রেক্ষাগৃহে আইরিন

আইরিন সুলতানাচলতি বছর ২০ সেপ্টেম্বর আইরিনের চলচ্চিত্র ‘পদ্মার ভালোবাসা’ মুক্তি পেয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে। ছবিটি আজ (১ নভেম্বর) বাংলাদেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আইরিন ও এর পরিচালক হারুন-উজ-জামান।
হারুন-উজ-জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব হলে এটি দিইনি। আগামী সপ্তাহে কী অবস্থা দাঁড়ায় সেটি দেখার চেষ্টা করছি। দর্শক সাড়ার ওপরে এটির হল সংখ্যা বাড়তে পারে।’
এদিকে চলচ্চিত্রটি নিয়ে আইরিন বলেন, ‘কলকাতায় মুক্তির পর এটি নিয়ে বেশ সাড়া পেয়েছি; অনেকে প্রশংসা করেছেন। এবার নিজ দেশে কেমন সাড়া পাই- তার অপেক্ষায় আছি।’
এতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। আরও আছেন সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, আলেকজান্ডার বো, মুনমুনসহ অনেকে।
সত্তর দশকের পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি গ্রামের মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মার প্রেম’। এতে গ্রামের চঞ্চল এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন। তার চরিত্রের নাম পদ্মা।
হারুন-উজ-জামান পরিচালিত সিনেমাটি একসঙ্গে বাংলা, ওড়িশ্যা ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে।
‘পদ্মার প্রেম’-এর কাজ ২০১৮ সালে শুরু হয়। শেষ হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। এর বেশিরভাগ দৃশ্যধারণ হয়েছে মানিকগঞ্জে পদ্মাপারে।