সমস্যার সমাধান দেবেন সোনিয়া হোসাইন

সোনিয়া হোসাইনউপস্থাপনা নিয়েই পর্দায় ব্যস্ত অভিনেত্রী-মডেল সোনিয়া হোসাইন। এবার আসছেন একটু ভিন্নভাবে। তিনি তরুণ-তরুণীদের সমস্যার সমাধান করবেন, পাশে থাকবেন। আর তা কথাবন্ধু বা আরজে হিসেবে।

রেডিও আমারের (৮৮.৪ এফএম) নতুন অনুষ্ঠান ‌‘স্টেয়িং অ্যালাইভ উইথ সোনিয়া’-এ সঞ্চালক হিসেবে থাকছেন তিনি। আগামীকাল (৫ নভেম্বর) থেকে প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে এটি প্রচার হবে। চলবে রাত ১১টা পর্যন্ত।

সোনিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে আমাদের শ্রোতারা হলেন তরুণ ও যুব শ্রেণি। এমনকি স্কুলে যাওয়া ছেলে-মেয়েদের জন্যও এ অনুষ্ঠান। যারা অনেক সময় পড়াশোনার সিস্টেমের জন্য চাপের মুখে থাকে; সামাজিক ও পারিবারিকভাবে মানসিক হেনস্তা হয়। এছাড়াও ইমোশনাল ক্রাইসিস নিয়ে আমরা কথা বলব। আমাদের অনুষ্ঠানে অতিথিরা থাকবেন। তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। আমিও আমার ব্যক্তিগত মত দেব।’
সোনিয়া জানান, এতে রাস্তাঘাটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি নিয়েও কথা বলা হবে। মূলত ছেলে-মেয়েদের সমস্যাগুলো সামনে আনা ও সমাধানের অনুষ্ঠান এটি।

তিনি আরও বলেন, ‘২০১৬ সালে প্রথম অনুষ্ঠানটি নিয়ে পরিকল্পনা করা হয়। কিন্তু নানা কারণে এটা করতে পারিনি। অবশেষ চলতি বছরের জুলাইয়ে রেডিও আমার এটি অনএয়ারের কথা বলে।’

এদিকে সোনিয়া এখন নাটক নয়, উপস্থাপনা নিয়েই ব্যস্ত। বেশ কয়েকটি চ্যানেলে তিনি এই কাজটি করছেন। তার সঞ্চালনায় এগুলো প্রচার হচ্ছে দেশ টিভি, বাংলাভিশন ও এশিয়ান টিভিতে।