কোনালের কণ্ঠে রুনা লায়লার গান, এবং... (ভিডিও)

বেশ মজা করেই মঞ্চে গাইছিলেন রুনা লায়লা, সঙ্গে কণ্ঠ মেলাচ্ছিলেন কোনালকিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ (১৭ নভেম্বর)। স্বামী, সন্তান, পরিবার, স্বজন ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন গত কয়েক দিন ধরেই। তারই অংশ হিসেবে এই প্রজন্মের কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল দিলেন ভিন্নমাত্রার এক উপহার।
৮০’র দশকের শুরুর দিকে গাওয়া রুনা লায়লার গাওয়া ‘মন চায় প্রতিদিন’ নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুললেন কোনাল। তৈরি করলেন একটি ভিডিও। এবং জন্মদিনের উপহারস্বরূপ আজ (১৭ নভেম্বর) বিকালে উন্মুক্ত করলেন নিজের ইউটিউব চ্যানেলে।
গানটির দুটি লাইন শুনলে সবাই আজও দুলে উঠবেন আনমনে, গাইবেন গুন গুন করে, ফিরে যাবেন অতীতে। কথাগুলো এমন- মন চায় প্রতিদিন/ তুমি আমি একদিন/ হাত রেখে দুটি হাতে/ দূর কোথাও উধাও হতে/ যেথায় পৃথিবী রঙিন।
নতুন করে তৈরি করা গানটির সংগীতায়োজন করেছেন মার্সেল।
গানটি গাওয়ার পরিকল্পনা প্রসঙ্গে কোনাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই গান গাইবার স্বপ্ন দেখছি বহুদিন ধরেই। ইনফ্যাক্ট স্টেজে প্রায়শই গাই। কিন্তু আমি চেয়েছি রেকর্ড করতে। অবশেষে সেটি এবার করতে পারলাম। খুব আনন্দ লাগছে, ম্যামের জন্মদিনে এটি সবার কাছে পৌঁছে দিতে পেরে। যদিও ভয়ে আছি, এটি শোনার পর তিনি খুশি হবেন তো!’
অন্য অনেকের মতো রুনা লায়লার প্রতি সোমনুর মনির কোনালের মুগ্ধতাও আকাশছুঁই। তিনি বলেন, ‘রুনা লায়লা শুধু একটা নামই না, আমি তো মনে করি তিনি পুরো বাংলাদেশ। অনেকের মতো তিনি আমারও আইডল। যার চলন, বলন, গায়কী থেকে শুরু করে প্রায় সবকিছুই ফলো করতে করতে বড় হয়েছি।’
কোনাল জানান, ছোটবেলা থেকে রুনা লায়লাকে ফলো করলেও তার সান্নিধ্যে আসেন ২০০৯ সালে ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে।
কোনাল বলেন, ‘২০০৯ সাল থেকে উনার আদর আর শাসন পেয়েছি, পাচ্ছি এখনও। সেরা কণ্ঠের মুকুটটাও তার হাতে পরেছি। জানি, উনার নখের যোগ্যতাও আমার নেই। তবু জন্মদিনে সাহস করে তাকে উৎসর্গ করে এই গানটি উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার মতো করে গাইবার চেষ্টা করেছি।’
১৯৮২ সালের দিকে আনোয়ার পারভেজের সুরে বিটিভির একটি অনুষ্ঠানের জন্য ‘মন চায় প্রতিদিন’ শিরোনামের গানটি গেয়েছিলেন রুনা লায়লা। তখন থেকে এখনও সমান জনপ্রিয় রোমান্টিক ঘরানার এই গানটি।
কোনালের কণ্ঠে ‘মন চায় প্রতিদিন’: