হলিউড বলিউড টপচার্ট

Mr-X-Movie-Posterএ সপ্তাহের বলিউড

বলিউডের বাজারে এখনও রমরমা ব্যবসা করে চলেছে তারকাসমৃদ্ধ অ্যাভেঞ্জার্স সিরিজের দ্বিতীয় ছবি এইজ অব আলট্রন। এরপরই আছে বিক্রম ভাটের মিস্টার এক্স।
অ্যাভেঞ্জার্স এইজ অব আলট্রন: রবার্ট ডাউনি জুনিয়র, ক্রাইস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার প্রমুখ। পরিচালক: জস হুইডন। আয়: ৪০.২৫ কোটি রুপি।
মিস্টার এক্স: ইমরান হাশমি, আমিরা দস্তুর, অরুনোদয় সিং। পরিচালক: বিক্রম ভাট। আয় ২৪.৭৯ কোটি রুপি।


মার্গারিটা উইথ আ স্ট্র: কালকি কোয়েচলিন, রেভাতি, সায়নি গুপ্ত। পরিচালক: সোনালি বসু। আয়: ৩.২৮ কোটি রুপি।

এক পেহেলি লীলা: সানি লিওন, জয় ভানুশালি, মোহিত আলাওয়াত। পরিচালক: ববি খান। আয়-২৬.৫৭ কোটি রুপি।

ফিউরিয়াস-৭: ভিন ডিজেল, পল ওয়াকার, জেসন স্ট্যাথাম, ডোয়েইন জনসন, মাইকেল রদ্রিগেজ। আয়- ১০১ কোটি রুপি।

এ সপ্তাহের হলিউড (১ মে-৩ মে)

হলিউডের বক্স অফিসও যথারীতি সুপারহিরো আর আলট্রনদের দখলে। তবে এর মধ্যে ভাল সাড়া পড়েছে এইজ অব অ্যাডালিনকে নিয়েও।

অ্যাভেঞ্জার্স এইজ অব আলট্রন: রবার্ট ডাউনি জুনিয়র, ক্রাইস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার প্রমুখ। পরিচালক: জস হুইডন। আয়: ১৮৮ মিলিয়ন ডলার।

এইজ অব অ্যাডালিন: ব্লেক লাইভলি, মিশিয়েল হুইসম্যান, ক্যাথি বেকার। পরিচালক: লি টোল্যান্ড ক্রেইগার। আয়: ৬.২৫০ হাজার ডলার।

ফিউরিয়াস-৭: ভিন ডিজেল, পল ওয়াকার, জেসন স্ট্যাথাম, ডোয়েইন জনসন, মাইকেল রদ্রিগেজ। পরিচালক: জেমস ওয়ান। আয়- ৬.১১ মিলিয়ন ডলার।

পল ব্লার্ট: কেভিন জেমস, রেইনি রদ্রিগেজ। পরিচালক: অ্যান্ডি ফিকম্যান। মল কপ-২: আয় ৫.৫৫ মিলিয়ন ডলার।

হোম: জিম পারসনস, রিহানা, স্টিভ মার্টিন। পরিচালক: টিম জনসন। আয়- ৩.৩ মিলিয়ন ডলার।

/এআরসি/এফএ/