এক গল্পে দুই মিউজিক ভিডিও!

দুই মডেল ও বেলাল খানসম্প্রতি বেলাল খানের দুটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। যেখানে রয়েছে গল্পের যোগসূত্র।
শিল্পীর দাবি, এর আগে এমন ঘটনা ঘটেনি এখানে। তার ভাষায়, ‘এবারই প্রথম বাংলাদেশে তৈরি হলো গল্পের সিক্যুয়েল নিয়ে দুটি মিউজিক ভিডিও।’
অর্থাৎ প্রথম গানটির গল্পের ধারাবাহিকতা থাকছে দ্বিতীয়টিতেও।
গান দুটি হলো ‘এই তুমি সেই তুমি’ ও ‘শুধু তোমার...’।
ভিডিও দুটিতে দেখা যাবে মডেল পূর্ণিমা বৃষ্টি ও ইনসাফ সুমনকে।
বিষয়টি নিয়ে বেলাল খান বলেন, ‘ভালোবেসে বিয়ে করা এক দম্পতির হঠাৎ বদলে যাওয়া, সম্পর্কের টানাপোড়েন নিয়ে গল্প দুটি। মূলত গান দুটিকে প্রাধান্য দিয়ে এগুলো নির্মাণ করা হয়েছে।’
নীহার আহমেদের কথায় প্রথম গানটির শিরোনাম ‘এই তুমি সেই তুমি’ এবং প্লাবন কোরেশীর কথায় এম এ রহমানের সংগীতায়োজনে দ্বিতীয় গানটির শিরোনাম ‘শুধু তোমার...’।
দুটি গানেরই সুর করেছেন বেলাল খান। এরমধ্যে আগামীকাল (২২ নভেম্বর) প্রথম গান ‘এই তুমি সেই তুমি’ বেলাল খানের স্বনামে গড়া ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।