নারী নির্যাতন প্রতিরোধে ‘শহরতলীর’ গান

‘শহরতলী’র সদস্যরাটানা ৬ বছর পর থিয়েট্রিক্যাল রকব্যান্ড ‘শহরতলী’র সদস্যরা হাজির হলেন নতুন গান নিয়ে। নাম ‘শহরতলীর আকাশ’।
২৫ নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গানটি ইউটিউবে উন্মুক্ত হয়। এটি লিখেছেন শেখ রানা।  
ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী মিশু খান বলেন, ‘একজন নারী ধর্ষিত হওয়ার পর তার পরিবার ও রাষ্ট্রের ভূমিকা নিয়ে আমাদের এই গান।’
জানা গেছে, শহরতলীর তৃতীয় অ্যালবাম ‘এখন, এখানে...’-তে স্থান পাবে নতুন গানটি। আসছে বছরের প্রথমার্ধে অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে ব্যান্ড সদস্যদের।
‘শহরতলীর আকাশ’ গানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে রেডিও এবিসি ৮৯.২ এফএম।

২০০৫ সালে শুরু হয় ‘শহরতলী’র গান বাঁধার কাজ। ১৪ বছরে দুটি অ্যালবাম প্রকাশ হয়েছে ব্যান্ডটির। বরাবর শহরতলী (২০১০) এবং অপর পৃষ্ঠা দ্রষ্টব্য (২০১৩)।


বর্তমান লাইনআপ হচ্ছে—মিশু খান (ভোকাল, অ্যাকুস্টিক গিটার), জিল্লুর রহমান সোহাগ (পারফর্মিং ভোকাল), মোস্তফা জামান সুমন (লিড গিটার), খালেদ বাশার অতনু (কিবোর্ডস), ইসনাত জাবির আহমেদ (ড্রামস) ও রাজিবুর রহমান (বেস গিটার)।