সংগীতশিল্পী পৃথ্বীরাজ আর নেই

Raj-8কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই। আজ (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
পৃথ্বীরাজের ছোট ভাই ঋতুরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্ব) রাত ১০টার দিকে পৃথ্বীরাজ তার ধানমন্ডির স্টুডিওতে যান। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত  স্বজনরা তাকে মুঠোফোনে পাচ্ছিলেন না। এরপর দ্রুত তারা সেখানে যান। দরজা ভেঙে স্টুডিওর ভেতরে নিথর অবস্থায় পাওয়া যায় সংগীতের তরুণ এই মানুষটিকে।
এরপর দ্রুত তাকে রাজধানীর সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার জোহরের নামাজের পর তার নামাজে জানাজা হবে আজিমপুরে। দাফন হবে আজিমপুর গোরস্থানে।
সংগীতের পাশাপাশি পৃথ্বীরাজ এবিসি রেডিওতে কাজ করতেন। সাম্প্রতিক সময়ে তার সুরে তুমুল জনপ্রিয়তা পায় রেহান রসুলের গাওয়া ‌‘বাজে স্বভাব’ গানটি।