X
শুক্রবার, ১৬ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২
এ সপ্তাহের সিনেমা

মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!

বিনোদন রিপোর্ট
১৬ মে ২০২৫, ০০:০৪আপডেট : ১৬ মে ২০২৫, ০০:০৪

বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’। অবশেষে নির্মাণের পাঁচ বছর পর ১৬ মে দেশের প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

এই সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন দেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। তার সিনেমা মুক্তি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। প্রতিবারের মতোই জয়া ভক্তরা উদগ্রীব হয়ে আছেন প্রিয় অভিনেত্রীর অভিনয় দেখার জন্য। তবে মাত্র ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি! তাও আবার সেটি ঢাকার ভেতরে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা এবং লায়ন সিনেমায়।

বলা ভালো, এই প্রথম এত কম সংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে দুই বাংলার অন্যতম অভিনেত্রী জয়ার কোনও সিনেমা।

এর আগে, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জয়া অভিনীত সিনেমা ‘দেবী’ মুক্তি পেয়েছিল ২৯টি সিনেমা হলে। এরপর ২০২২ সালে ‘বিউটি সার্কাস’ মুক্তি পেয়েছিল ১৯টি হলে। ২০২৪ সালে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পেয়ারার সুবাস’। একই বছর জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া দেশি সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ পেয়েছিল ৭ প্রেক্ষাগৃহে।

তার মানে এই প্রথম জয়া অভিনীত কোনও সিনেমা এত কম সংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। যা জয়া-ভক্তদের জন্য বেদনা ও বিস্ময়ের কারণ বটে।

জয়ার সিনেমা মানেই তো সবার বাড়তি আগ্রহ, তাহলে এত কম সংখ্যক হলে মুক্তি পাওয়ার কারণ কি? তবে কি হল রাজনীতিতে পড়েছে ছবিটি! নাকি ঈদের ছবিগুলোর রাজত্ব চলছে এখনও! এমন প্রশ্নে সিনেমাটির নির্মাতা পিপলু আর খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি তো আসলে ইনডিপেন্ডেন্ট ছবি। তাই এ ধরনের ছবির প্রচারের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে। এখানে দুটি মাত্র চরিত্র, নারী প্রধান। সব কিছু মিলিয়েই সিনেমা হলের যে ডিস্ট্রিবিউশন চেইন, সেটার অংশ হতে পারছি না আমরা। একটা বড় অনুভূতির ছোট গল্প এটি। আমরা আসলে ওভাবে বড় পরিসরে ডিস্ট্রিবিউশন করতে পারিনি।’ 

‘আর এ ধরনের সিনেমার ক্ষেত্রে তো আগে থেকেই একটা মতামত থাকে যে ওহ আচ্ছা, এটা তো বিশেষ শ্রেণির দর্শকের জন্য। আমজনতা এই সিনেমা কি এসে দেখবে! এ রকম আশঙ্কা থেকেই হয়তো কম প্রেক্ষাগৃহ পাওয়া হয়েছে। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। সিনেপ্লেক্সে মুক্তি দিচ্ছি আমরা। তাছাড়া ঢাকার বাইরে বেশ কয়েকটা সিনেমা হলের মালিকের সঙ্গে কথা হয়েছে। তবে তারা আগে দেখতে চাইছে, সিনেমাটির ফিডব্যাক কেমন আসে প্রথম সপ্তাহে। এরপর তারা সিদ্ধান্ত নেবেন। আসলে এ ধরনের গল্পের সিনেমাগুলোর ক্ষেত্রে এমনই হয়।’ খানিক হতাশা ও বাস্তবতার মিশেলে কথাগুলো বললেন নির্মাতা পিপলু।

বলা ভালো, দুই নারী, অভিনেত্রী জয়া এবং তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প এটি। কোভিডের সময়, এক বাড়িতে আটকে পড়া এই দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় একটি ছোট্ট জগৎ, যা কিনা বাইরের ভীতিকর বাস্তবতায় ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরাতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও। এমনই এক গল্পের সিনেমা ‘জয়া আর শারমিন’। আরেকটি দৃশ্যে জয়া ও মহসিনা একদিকে করোনাকালীন এক ভয়ংকর দুঃসময়ের গল্প এটি, যা অনেককেই আকৃষ্ট করবে, অন্যদিকে এখানে আছেন জয়া আহসান। সব মিলিয়ে ১৬ মে মুক্তি আলোয় পাখা মেলা এই সিনেমা নিয়ে কতটুকু আশাবাদী নির্মাতা পিপলু খান?

জবাবে বলেন, ‘অবশ্যই করোনাকালীন বিষয়টি অনেকের কাছে গুরুত্ব পাবে, সেইসাথে এই সিনেমায় যে দুই অভিনেতা পারফর্ম করেছেন, তারা নিঃসন্দেহে অনবদ্য। জয়ার কাজ সবাই দেখেছেন, অন্যদিকে শারমিন চরিত্রে মহসিনাও দুর্দান্ত। তাদের অসাধারণ পারফরম্যান্স দেখার জন্যই আসলে হলে যাওয়া উচিত দর্শকদের। আমাদের যারা মধ্যবিত্ত দর্শক আছেন, তারা পরিবার নিয়ে এই সিনেমাটি দেখতে পারেন। আমার মনে হয় তারা বেশ উপভোগ করবেন। হলে বসিয়ে রাখার জন্য সব উপাদানই আছে এতে। দুই নারী অভিনেত্রী এখানে আছেন বলে হয়তো মনে হতে পারে এটি একটি বিশেষ ছবি, আসলে তা নয়। এটি সবার ছবি।’

করোনা মহামারির সময়ে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ে সীমিত একটি টিমের সহযোগিতায় সিনেমাটি নির্মিত হয়েছে।

বলা প্রয়োজন, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি।

উল্লেখ্য, জয়া আহসান এবং মহসিনা আক্তার ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এটি প্রযোজনা করেছে পিপলু আর খান ও জয়া আহসান।

ছবিটি আজ (১৬ মে) থেকে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী) এবং সীমান্ত সম্ভার (ঝিগাতলা)-এ। প্রতিদিন ৮টি করে প্রদর্শনী থাকছে সিনেমাটির। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, দর্শক ফিডব্যাকের ওপর শোয়ের সংখ্যা বাড়তে-কমতে পারে। এদিকে কেরানীগঞ্জের লায়নে ছবিটি চলবে প্রতিদিন তিনটি করে শো।

ট্রেলার:

 

/সিবি/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’
এবার মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’
মাহতিম-তারান্নুমের গানচিত্র ‘তোমার টানে’
মাহতিম-তারান্নুমের গানচিত্র ‘তোমার টানে’
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি নৃত্যজুটি শিবলী-নিপা
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি নৃত্যজুটি শিবলী-নিপা
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
টি-সিরিজে তাদের গান
টি-সিরিজে তাদের গান