অভিনেতা আনন্দের গান: ওকে ধর্ষিতা বলো না, বলো মা

শুটিংয়ে আনন্দ খালেদের সেলফিতে অপূর্ব ও মেহজাবিনরাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ঘটনার প্রতিবাদে একটি গান প্রকাশ করেছেন অভিনেতা আনন্দ খালেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক দেয়ালে গান-ভিডিওটি প্রকাশ করেন তিনি। যার কথা, সুর, কণ্ঠ ও সংগীতায়োজন এই শিল্পী নিজেই করেছেন।
গানের ভাষায় প্রতিবাদের সুরে তিনি বলেছেন, ‘ওকে ধর্ষিতা বলো না, বলো মা।’
গান-ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘প্রচণ্ড রাগ হচ্ছিল সকাল থেকে। ঐ রাগ থেকেই গানটি লেখা ও সুর করা। কারণ ‘ধর্ষিতা’ শব্দটি আমি সহ্য করতে পারি না। যে মেয়ে নিজের নিরাপত্তার কথা না ভেবে, অন্য মেয়েদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদ করে এবং বিচার চায়- সে তো সাধারণ কোনও মেয়ে নয়। সে আমাদের জাতীয় বীর। ঢাবির সেই সাহসী বোনটিকে আমার এই গানটি উৎসর্গ করলাম।’’

সময়ের অন্যতম ব্যস্ত চরিত্রাভিনেতাদের মধ্যে অন্যতম আনন্দ খালেদ। মূল ব্যস্ততা নাটকে হলেও, পাওয়া যায় চলচ্চিত্রেও। তবে মূল পেশা অভিনয় হলেও গান করেন মনের খোরাক জোগাতে কিংবা প্রতিবাদের ভাষা হিসেবে।
প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।