রহস্যময়ী সারিকার ‘নিশিগন্ধা’

একটি দৃশ্যে সারিকাপিন্টু আর তপু। দুই বন্ধু। দুজনে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
একদিন রাতে দুই বন্ধু এক নির্জন রাস্তায় অপেক্ষা করতে থাকে, ছিনতাইয়ের জন্য। হঠাৎ চুড়ি আর নূপুরের শব্দ শুনতে পায়। দূর থেকে আবছা দেখা যায় একটি মেয়ে। নির্বিকার। তারা ধীরে ধীরে কাছে যায়। মেয়েটি বিয়ের সাজে সজ্জিত।
তপু তার গলায় ছুরি ঠেকায়, পিন্টুকে বলে সব খুলে নিতে। পিন্টুর চোখে বিস্ময়, এত সুন্দর মেয়ে এত রাতে একা কই যাচ্ছিলো? মেয়েটা কোনও কথা বলে না, বাধাও দেয় না।
মেয়েটার রহস্যময়তা, চুপচাপ থাকা, তার সৌন্দর্য, গয়না খোলার সময় তার স্পর্শ পিন্টুকে হঠাৎ বেপরোয়া করে তোলে। সে হঠাৎ অস্ত্র বের করে তপুর বুক বরাবর তাক করে। ছুরিটা মাটিতে ফেলে দিতে বলে। পিন্টুর নির্দেশ মতো মেয়েটা তার মোটরসাইকেলে বসে।
এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‌‘নিশিগন্ধা’।
শুভাশিস সিনহার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এখানে নিশি ভূমিকায় আছেন সারিকা আর পিন্টু হিসেবে আছেন ইরফান সাজ্জাদ। এছাড়াও অভিনয় করেছেন দীপা খন্দকার, ফরহাদ লিমন, এজাজ বারী ও মৃণাল দত্তসহ অনেকে।
নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘নাটকটি রোমান্টিক ধরনের। তবে প্রথম থেকেই রহস্য ঘেরা। শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না, কী ঘটতে যাচ্ছে।’
পরিচালক জানান, আজ (১০ জানুয়ারি) রাত ১০টায় নাগরিক টেলিভিশনে প্রচার হবে এটি।