ঢালিউডের বছর শুরু ‘জয় নগরের জমিদার’ দিয়ে

একটি দৃশ্যে ‘জয় নগরের জমিদার’গেল বছর ঢালিউড হতাশায় ডুবে থাকলেও চলতি বছর নিয়ে আশার কথা শুনিয়েছেন সংশ্লিষ্টরা। ২০১৯ এর শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রায় সবাই বলেছেন, ২০২০ সাল হবে ঢালিউডের বিপ্লবের বছর।
যদিও বছরের শুরুতেই সেই বিপ্লবে বড় একটা ধাক্কা লাগে ছবি শূন্যতার মধ্য দিয়ে। কারণ, বছরের প্রথম শুক্রবার (৩ জানুয়ারি) কোনও ছবি মুক্তি পায়নি। এদিকে দ্বিতীয় সপ্তাহে (১০ জানুয়ারি) এসে পুরনো হতাশার সঙ্গে যুক্ত হলো বাড়তি শঙ্কা! কারণ, শুরুটা হচ্ছে আলোচনার বাইরে থাকা একটি ছবির মাধ্যমে।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরের প্রথম ছবি হিসেবে আজ (১০ জানুয়ারি) মুক্তি পাচ্ছে ‘জয় নগরের জমিদার’।
নাট্য নির্মাতা এম শাখাওয়াৎ হোসেন পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইতালি প্রবাসী আবু সাঈদ খান। তিনি এই ছবির গল্পকার-প্রযোজকও বটে! ছবিতে তার বিপরীতে রানির ভূমিকায় আছেন টিভি অভিনেত্রী ফারজনা ছবি। এতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, কাজল মজুমদার, শ্যামল জাকারিয়া, ম আ সালাম, কানিজ লিয়া প্রমুখ।
পরিচালক জানান, ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
তিনি বলেন, ‌‘ইতিহাস সমৃদ্ধ একটি সিনেমা এটি। নারীদের প্রতি জমিদারদের যে অসম্মানবোধ ছিল কিংবা তার বিপরীতে নারীরা যেভাবে দাঁড়িয়েছিল- সেই ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে আসবে এখানে। যেখানে একঝাঁক পরীক্ষিত অভিনয়শিল্পী কাজ করেছেন।’
ট্রেলার: