‘বেদের মেয়ে জোছনা’ ছবির প্রযোজক আব্বাস উল্লাহ আর নেই

আব্বাস উল্লাহ‘বেদের মেয়ে জোছনা’সহ দেশের অনেক ব্যবসা সফল ছবির প্রযোজক আব্বাস উল্লাহ আর নেই। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু খবরটি নিশ্চিত করেন। আব্বাস উল্লাহর মৃত্যুতে চলচ্চিত্র পরিবার নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্র জানিয়েছে, দুই বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আব্বাস উল্লাহ। তিনি স্ত্রী-সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আব্বাস উল্লাহ ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা চলচ্চিত্রের একজন কর্ণধার। মতিউর রহমান পানুর সঙ্গে যৌথভাবে এটি চালাতেন তিনি। তাদের প্রযোজনায় নির্মিত ছবির তালিকায় ‘বেদের মেয়ে জোছনা’  ছাড়াও আছে ‘পাগল মন’, ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘জ্বী হুজুর’ প্রভৃতি।

আব্বাস উল্লাহ ছিলেন চলচ্চিত্র অন্তঃপ্রাণ মানুষ। প্রযোজনার পাশাপাশি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে ঢাকাই চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য সংশ্লিষ্টদের।