সারাদেশে হচ্ছে আরও ২৮টি মাল্টিপ্লেক্স

প্রতীকী ছবিতথ্য মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ৬৮টি তথ্য কমপ্লেক্স হচ্ছে। যার ২৮টিতে থাকছে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স।
এমনই তথ্য বাংলা ট্রিবিউনকে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, ‌‘গত সপ্তাহে এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সচিব কামরুন নাহারের সঙ্গে সমিতির আলোচনা হয়। বৈঠক শেষে আমরা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গেও সাক্ষাৎ করেছি। তিনিই বিষয়টি জানান।’
নতুন এই পরিকল্পনা আগামী দুই বছরে সারাদেশে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের অন্যতম সমস্যার একটি আধুনিক প্রেক্ষাগৃহ কম থাকা। সিনেমার মান উন্নয়নের সঙ্গে এটা জরুরি। এটা হলে দেশের জেলা শহরে আরও দর্শক বাড়বে।’
এদিকে ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমিতির আলোচনার ফলে এফডিসির স্পট, ফ্লোর এবং ক্যামেরার চার্জ কমানো হয়েছে।