ভালোবাসা দিবসকে ঘিরে তিন দিনের আয়োজন!

নেকলেসবিশেষ দিবসকে ঘিরে একদিনের টিভি আয়োজন অনেক হয়। তবে দুই ঈদে সেটির ব্যাপ্তি ঘটে সপ্তাহজুড়ে।
আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) অনেকটা ঈদের রেশ টানতে যাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল নাগরিক। তবে সাত দিন নয়, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি জানিয়েছে তিন দিনের বিশেষ আয়োজনের খবর। যা সচরাচর ঘটে না।
চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, ভালোবাসা দিবসকে ঘিরে নাগরিক-এর বিশেষ আয়োজন শুরু হচ্ছে বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে। এদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে স্বরাজ দে’র পরিচালনায় এবং সাফা কবির ও তৌসিফ মাহবুব অভিনীত নাটক ‘হার্ট লেস’।
পরদিন ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে বিশেষ ‘আনন্দ বৈঠক’। নীল হুরের জাহানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ জানাবেন তার জীবনের নানা অজানা কথা। রাত ৯টায় নাজিয়া হাসানের রচনায় মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় প্রচার হবে বিশেষ নাটক ‘চারুর বিয়ে’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন।
একই দিন রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে মাহতাব হোসেনের রচনায় ও কাজী সাইফ আহমেদের পরিচালনায় নাটক ‘কাশ্মীরি প্রেমিকা’। অভিনয়ে মনোজ প্রামাণিক, ফারিয়া শাহরিনসহ অনেকে।
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে ইভান মনোয়ারের পরিচালনায় পরপর দুটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র। একটির নাম ‘নেকলেস’, অন্যটি হলো ‘রেড স্টোরি’। এরপর রাত ৮টা থেকে থাকছে ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প। রাত সাড়ে ৯টায় থাকছে তপুর অংশগ্রহণে লাইভ গানের অনুষ্ঠান ‘মিউজিক ক্যাফে’।