ঊনপঞ্চাশ বাতাস: পেল মুক্তির ছাড়পত্র, সঙ্গে তারিফ

‘প্রথম’ গানের একটি দৃশ্যমাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ পেল মুক্তির ছাড়পত্র। সঙ্গে বোর্ড সদস্যদের কাছ থেকে মিলেছে তারিফ।
১৩ ফেব্রুয়ারি সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা উজ্জ্বল এমনটাই জানালেন বাংলা ট্রিবিউন প্রতিবেদককে।
বললেন, ‘সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা ১০ ফেব্রুয়ারি ছবিটি দেখেন। ঐদিনই একাধিক সদস্য আমাকে ফোন দেন। সিনেমাটির ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা জানান। শুনে বুকটা ভরে গেল।’
উজ্জ্বল মুগ্ধকণ্ঠে আরও বলেন, ‘শুধু আমাকেই নয়, সিনেমার প্রধান দুই শিল্পীর ফোন নম্বর নিয়ে তাদেরকেও শুভেচ্ছা জানান, করেন অভিনয়ের তারিফ। এটা যে আমার মতো মানুষের জন্য কতোটা উৎসাহের বিষয়, তা বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে, ছবিটিকে তো এ পর্যন্ত টেনে এনেছি মহা-সমুদ্রের মাঝে খড়-কুটো ধরে। সেখানে সম্মানিত বোর্ড সদস্যদের কাছ থেকে এমন তারিফ, তীর খুঁজে পাওয়ার মতো মনে হলো।’   
রেড অক্টোবরের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
আগামী ২৮ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাচ্ছে ঢাকা-নারয়ণগঞ্জসহ সারা বাংলাদেশে।
২ ঘণ্টা ৪৫ মিনিটের এই চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্র রূপায়ণ করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।
পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন সব্যসাচী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
ছবিটি প্রসঙ্গে তার ভাষ্য এমন, ‘‘সবার জীবনেই কিছু অনুভূতি থাকে, যা ভাষা, প্রতীক বা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এই রকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে- ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।’’
এদিকে ছবিটির পোস্টার ও টিজার প্রকাশের পর গতকাল (১২ ফেব্রুয়ারি) অন্তর্জালে উন্মুক্ত হয় ছবির প্রথম গান ‘প্রথম’। গানটি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা।

* চলচ্চিত্র প্রিভিউ: ‘ঊনপঞ্চাশ বাতাস’ যেখানে ব্যতিক্রম