তাহসান ও সায়লা সাবির ‘কাছে আসা’র গল্প

তাহসান ও সায়লাভালোবাসা দিবস পেরিয়ে গেল। তবে দিনটিকে ঘিরে আয়োজনের রেশ রয়েছে নানা মাধ্যমে।
সেই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি ইউটিউবে উন্মুক্ত হচ্ছে বিশেষ নাটক ‘কাছে আসা’। যেখানে ফুটে উঠবে তাহসান খান ও সায়লা সাবির কাছে আসার গল্প।
লুমিনো পিকচার্সের ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ।
বান্নাহ জানান, সোমবার লুমিনো পিকচার্স-এর ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে।
‘কাছে আসা’ নাটকটি নিয়ে তাহসান খান বলেন, ‘নাম শুনেই পাঠক অনুমান করতে পারছেন নাটকের গল্পে কী আছে। আমি বলতে চাই, সেই অনুমান থেকেও ভিন্ন কিছু পাবেন দর্শকরা। সায়লা সাবির সঙ্গে এর আগেও দর্শক আমাকে দেখেছেন। বান্নাহর পরিচালনায়ও দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন বেশ ক’বার। আশা করছি সবকিছু ভালো হবে।’