এই শহরের জীবনচিত্র নিয়ে এলো ব্যান্ড ‌আভাস (ভিডিও)

গানটির বিভিন্ন দৃশ্য২০১৯ সালের জানুয়ারিতে এসেছিল তানযীর তুহীনের গড়া আভাস ব্যান্ডের সর্বশেষ গান। ঠিক এক বছর পর আজ (২৩ ফেব্রুয়ারি) প্রকাশ হলো ব্যান্ডটির নতুন গানচিত্র।
সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদমাধ্যমের মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে। গানের নাম ‌‘বাস্তব’। যেখানে  উঠে এসেছে এ শহরের বাস্তবতার গল্প। এর কথা ও সুর করেছেন তানযীর তুহীন।
কথাগুলো এমন—তোমার আমার জীবনটা ভিন্ন কিছু নয়/ বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়/একইভাবে বেঁচে আছি ঈশ্বর তা জানেন/ এই শহরের অলিগলি ভ্রান্ত কথার মানে।
এর ভিডিওটি নির্মাণ করেছেন ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রের প্রযোজক-নির্মাতা আরিফুর রহমান।
এতে এই শহরের নানা ধরনের জীবন ও চিত্র উঠে এসেছে। ভিডিওটিতে অংশ নিয়েছেন আভাস সদস্যরাও।
ব্যান্ডের প্রথম গান ‘মানুষ-১’ আসে ২০১৮ সালের আগস্ট মাসে। এর পরের বছরের জানুয়ারিতে প্রকাশিত হয় ব্যান্ডের স্বনামের গান। এখন এলো তাদের তৃতীয় গান ‘বাস্তব’।
বর্তমানে ব্যান্ডটিতে আছেন পাঁচ সদস্য। দলটির লাইনআপ হলো: লিড গিটার- সুমন, বেস গিটার- রাজু, ড্রামস- রিঙ্কু, কিবোর্ডস- শাওন ও ভোকাল- তুহীন।