মাসজুড়ে ছোটকাকু সিরিজের চলচ্চিত্র

সহশিল্পীদের নিয়ে নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন (বামে), ডানে ফরিদুর রেজা সাগরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মার্চ মাসজুড়ে চ্যানেল আইতে থাকছে নানা আয়োজন।
এসব আয়োজনের মধ্যে রয়েছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘ছোটকাকু’ সিরিজের ৫টি চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিগুলো নিবেদন করেছে গ্রামীণফোন।
আফজাল হোসেন এই চলচ্চিত্রগুলো পরিচালনার পাশাপাশি ছোটকাকু চরিত্রে অভিনয়ও করেছেন। ছবিগুলোতে আরও অভিনয় করেছেন অর্ষা, কোনাল, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।
চ্যানেল আই সূত্র জানায়, ১০ মার্চ দেখানো হবে ‘এবারের সাভারে’, ১৭ মার্চ ‘রাজশাহীর রসগোল্লা’, ১৪ মার্চ ‘কক্সবাজারের কাকাতুয়া’ এবং ৩১ মার্চ দেখানো হবে ‘ঢাকবাজলো ঢাকায়’।
আর ছবিগুলো যথাক্রমে সম্প্রচার হবে প্রতি মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে। এরমধ্যে ৩ মার্চ দেখানো হয়েছে ‘রাত বিরাতে সাতক্ষীরাতে’।