দোল উৎসবে মেতেছিলেন তারা

আজ (৯ মার্চ) সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিয়েছিলেন বিনোদন অঙ্গনের তারকাও।চলছে রং উৎসব

চিত্রনায়িকা অপু বিশ্বাসের বাসায় আয়োজন করা হয় ঘরোয়া উৎসবের। এতে শামিল হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ, দোয়েল ম্যাশসহ কয়েকজন।
এদিকে শাঁখারি বাজারে দোল উৎসবে মাতেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। মেয়েকে সঙ্গে করে আবার নিজ বাসার ছাদেও উৎসব পালন করেছেন তিনি। 
মৌটুসী বলেন, ‘দোলের নিমন্ত্রণের অপেক্ষা না করে শাঁখারি বাজার চলে গেলাম। মেয়েরা ভীষণ খুশি, সাথে আমিও। আবার বাসার ছাদেও দ্বিতীয় দফা পালন করেছি।’
মৌটুসী বিশ্বাস
এদিকে অপু জানান, বন্ধুবান্ধবদের নিয়ে এটি পালন করতেই বাসার ছাদে আয়োজন করেছেন তিনি।
মৌসুমী নাগ বললেন, ‘অপুর আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আবিরে নিজেদের রাঙিয়ে ছিলাম। ছিল গান, আড্ডা আর হইচই।’সেলফিতে মশগুল মৌসুম, দোয়েল, অপু
ছাদে রঙে সবাই মাতলেও অপুর বাসার ভেতরেও ছিল আয়োজন। সেখানেও তারা অংশ নেন।ছাদের একটি মুহূর্ত
অপু, মৌসুমী ও মৌটুসী