ফেসবুক আড্ডায় নাসার নভোচারী ও বাংলাদেশের তারকারা

নভোচারী রন, সাকিব, সুমি, ওয়াসফিয়া, ফারুকী, গৌরব ও তিশানভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গত ২১ মার্চ জানিয়েছিলেন বাংলাদেশের পবর্তারোহী ওয়াসফিয়া নাজরীন। আছেন যুক্তরাষ্ট্রে। শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। 

আর এ অবস্থাতেই ফেসবুক লাইভে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের এই আড্ডায় তার আমন্ত্রণে অংশ নিচ্ছেন নাসার খ্যাতনামা নভোচারী রন গারন। থাকছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, গায়িকা শারমিন সুলতানা সুমি ও গায়ক লাবিক কামাল গৌরব।

ওয়াসফিয়া নাজরীনের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে বাংলাদেশ সময় আজ (৬ এপ্রিল) রাত ৯টায় এই আয়োজনটি সরাসরি দেখা যাবে।

এই আয়োজনের সঞ্চালক হিসেবে থাকছেন ওয়াসফিয়া নিজে।

চিরকুট ব্যান্ডের গায়িকা সুমি জানান, আড্ডার বিষয়টি হচ্ছে করোনাভাইরাস। পাশাপাশি ওয়াসফিয়ার মতো যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সাহস জোগানোর জন্য এটি করা হচ্ছে।

ওয়াসফিয়া ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন।

১৩ মার্চ থেকেই তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।