‘জীবনের সত্যিকারের মানে জানা সৌভাগ্যের’

জ ৭-Recoveredদুই ভুবনের দুই বাসিন্দা হলেও ভালোবাসার টানে একই ছাদের নিচে ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। লকডাউনে একে অপরের সঙ্গে নির্ঝঞ্ঝাট সময় কাটাচ্ছেন তারা। একইসঙ্গে আনন্দময় কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন দু’জনে।

ইনস্টাগ্রামে বিরাট চমৎকার একটি ছবি শেয়ার করেছেন। তিনি ও আনুশকা পোষা কুকুরকে আদর করার সময় এটি তোলা। এর ক্যাপশনে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন, ‘জীবনের সত্যিকারের মানে জানা সৌভাগ্যের।’

আধঘণ্টার মধ্যে ছবিটিতে লাইক পড়েছে পাঁচ লাখের বেশি। এক ভক্তের মন্তব্য, ‘দারুণ কথা বলেছেন চ্যাম্পিয়ন। লকডাউনে জীবনের সত্যিকারের অর্থ পরিবার ও নিজেদের মতো করে সময় কাটানো।’ আরেকজন লিখেছেন, ‘ইন্টারনেটে দিনের প্রিয় ছবি।’

এর আগে আনুশকা একই রকম একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। এর ক্যাপশনে ভক্তদের পরিবারকে বেশি সময় দেওয়ার অনুরোধ করেন তিনি। করোনাভাইরাস মহামারির কঠিন সময়ে তার উপলব্ধি, ‘বিশ্বজুড়ে সবাই প্রিয়জনের সঙ্গে ঘরে থাকতে বাধ্য হচ্ছে। তবে এতে গভীর একটি অর্থ রয়েছে। পেশা ও ব্যক্তিজীবনে ভারসাম্য বজায় রাখার শিক্ষা পেয়েছি আমরা।’

আনুশকার মন্তব্য, ‘আমাদের পৃথিবীতে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মেঘ কেটে যায়, এরপর রোদ্দুর হাসে। আমি নিশ্চিত, সবাই পরিবারের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। জীবনের অপরিহার্য সবার যত্ন নিতে ঘরে থাকুন। হাসুন, সহানুভূতি দেখান, ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন, বন্ধন আরও সুদৃঢ় করুন। জীবন ও স্বপ্ন নিয়ে আলোচনা করুন। আরও ভালো আগামীর প্রার্থনা করুন।’

 
 
 
View this post on Instagram

A prayer in unity does make a difference. Pray for every being and stand together

ব্যস্ততার কারণে বিরাট ও আনুশকা একে অপরকে খুব বেশি সময় দিতে পারেন না। এখন প্রতিটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করছেন তারা। কয়েকদিন আগে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বিরাটের মনোপলি খেলার ছবি শেয়ার করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। খেলায় বিরাটই জিতেছেন।

এদিকে বিরাট ও আনুশকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিক সহায়তা ও জরুরি ত্রাণ তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান পাঠিয়েছেন। তবে টাকার অঙ্ক উল্লেখ করেননি তারা।