টিভিতেও হোম কোয়ারেন্টিন!

মিলন মাহমুদ ও জিয়ামহামারির এই সময়ে প্রায় সবাই গৃহবন্দী জীবন কাটাচ্ছে। যাকে বলে হোম কোয়ারেন্টিন। একই নামে এবার টিভিতে দেখা যাবে বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান।

যেখানে দেখা যাবে, হোম কোয়ারেন্টিনে থাকা মানুষগুলোর নতুন জীবনের নানা দিক। কোয়ারেন্টিনে থেকে শিল্পীদের গান করা, কবিতা লেখা, ছবি আঁকা কিংবা এমন আরও অনেকগুলো নতুন বিষয় উঠে আসবে এই অনুষ্ঠানটির মাধ্যমে।

দীপ্ত টিভির এ আয়োজনটি উপস্থাপনা করছেন শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া।

তিনি জানান, হোম কোয়ারেন্টিনে মিডিয়াকর্মীরা বা অন্যান্য পেশার মানুষের দিনলিপির ওপর তৈরি হচ্ছে প্রতিটি পর্ব।
দীপ্ত টিভি জানায়, অতিথি তার সারাদিনের কর্মব্যস্ততার একটি ভিডিও ফুটেজ পাঠাবেন এবং অনুষ্ঠান সেটে বসে উপস্থাপক মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলবেন।
১৮ এপ্রিল বিকালে এর প্রথম পর্ব প্রচার হয়। কাল, রবিবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন সংগীতশিল্পী মিলন মাহমুদ ও আলোকচিত্রী লুতফুল আমিন।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মেহেদী হাসান সোমেন। এর নির্বাহী প্রযোজক আবু রেজওয়ান ইউরেকা।
শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৪টা ৩০মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।

এদিকে এই করোনাকালেও শিরোনামহীন তার শ্রোতাদের জন্য পহেলা বৈশাখের উপহার নিয়ে হাজির হয়েছেন।
১৪ এপ্রিল প্রকাশিত এই গানচিত্রের নাম ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’। গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন আশরাফ শিশির। বুয়েট ক্যাম্পাস ও দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে ভিডিওটির শুটিং হয়। যেখানে উঠে আসে স্মৃতিময় এক ক্যাফেটেরিয়ার গল্প।