করোনাকাল নিয়ে সমগীতের ‘ছুঁয়ে দিবো ছুঁয়ে দিবো’ (ভিডিও)

ভিডিওতে স্থান পাওয়া একটি স্থিরচিত্রকরোনাকালে বসে এরমধ্যে অনেক গানই হয়েছে। তবে সমগীতের গানটি বেশ আলাদা। বিশেষ করে এর বক্তব্য ও উপস্থাপনে বৈচিত্র্য রয়েছে।

গানচিত্রটির নাম ‘ছুঁয়ে দিবো ছুঁয়ে দিবো’। এটি সম্প্রতি প্রকাশ হয়েছে দলটির ইউটিউব চ্যানেলে। লিখেছেন অমল আকাশ, সুর করেছেন যৌথভাবে অর্ক সুমন ও অমল আকাশ। সংগীতায়োজনসহ গানটিতে কণ্ঠ দিয়েছেন অর্ক।
কাজটি প্রসঙ্গে সমগীত সংগীত দলের বক্তব্য এমন, ‘মহামারি থেকে রক্ষা পেতে হলে পারমাণবিক অস্ত্রের গবেষণা বন্ধ করতে হবে। বিপরীতে দেশে দেশে গড়ে তুলতে হবে কৃষির গবেষণাগার। তবেই মানুষের সমাজে ফিরে আসবে মানবিক সংস্কৃতি। সর্বপ্রাণমুখী হবে মানবের দর্শন।’
সমগীত মনে করে, পৃথিবীতে মানুষে মানুষে দূরত্ব কমার পরিবর্তে আরও বেড়েছে। বিনোদন পণ্যের ভারে নুয়ে পড়ছে পৃথিবীর বুক। এসব থেকে বের হতে পারলেই সর্বপ্রাণের দুনিয়া গড়ে তোলা সম্ভব।
তাদের গানটি শোনা যাবে এখানে ক্লিক করে: