নাট্যজন ঊষা গাঙ্গুলি আর নেই

ঊষা গাঙ্গুলিমারা গেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যকার ঊষা গাঙ্গুলি। আজ (২৩ এপ্রিল) দক্ষিণ কলকাতার সাউথ সিটিতে তার বাসায় মরদেহ পাওয়া গেছে। ঊষার মৃত্যুর খবরটি কলকাতা থেকে জানিয়েছেন গবেষক অংশুমান ভৌমিক।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির দরজা খোলা। ঊষা মাটিতে সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছেন। তখন তিনি এলাকার লোকদের ডাকেন। চিকিৎসকও ডাকা হয়।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগে ঊষার ভাই মারা যান। এরপর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি।
ঊষা কলকাতায় হিন্দি নাটকের ক্ষেত্রে নতুন এক ধারা তৈরি করেছেন। ১৯৪৫ সালে রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা কেটেছে উত্তর প্রদেশে। ছোটবেলা থেকেই নাচ-গান ও নাটকের প্রতি টান ছিল তার। ভারতনাট্যমে পারদর্শী ছিলেন। হিন্দি সাহিত্য নিয়ে তার অগাধ পড়াশোনা। মাস্টার্স সম্পন্ন করেন হিন্দি সাহিত্যে। কলেজে শিক্ষকতাও করেছেন। ১৯৭৬ সালে রঙ্গকর্মী হিসেবে একটি থিয়েটার দল তৈরি করেন ঊষা গঙ্গোপাধ্যায়। তার পরিচালনায় ‘মহাভোজ’, ‘রুদালি’, ‘কোর্ট মার্শাল’ ও ‘অন্তর্যাত্রা’র মতো নাটকগুলো ব্যাপক প্রশংসা পায়। ঋতুপর্ণ ঘোষের ‘রেইনকোট’ ছবির চিত্রনাট্যেও তার অবদান আছে। ঊষা গত বছরের অক্টোবরে ঢাকায়ও এসেছিলেন একটি নাটকের কাজে।