লকডাউন ডায়েরি

রান্নাবান্না শেখার চেষ্টা করছি: বাপ্পি চৌধুরী (ভিডিও)

বাপ্পি চৌধুরী/ ছবি:মাকসুদুর রহমান‘বাবা-মায়ের খেয়াল রাখছি। প্রতিদিন ঘর মুছি, থালা-বাসন ধুই। রান্নাবান্না শেখার চেষ্টা করছি। আমরা যৌথ পরিবার। বাবা-মা, ভাই-ভাবি, ভাতিজি সবাই মিলে সুন্দর ও নিরাপদ সময় পার করার চেষ্টা করছি।’

করোনাকালের গৃহবন্দি সময়গুলো কীভাবে কাটছে এমন প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি চমৎকার তথ্যগুলো জানান বাংলা ট্রিবিউনকে।
তিনি বলেন, ‘আমরা যারা সবসময় কাজের মধ্যে থাকি, সকালে বের হই, রাতে ফিরি। এখন বাসাতেই রাত-দিন পার হচ্ছে। পৃথিবীটাকে যেভাবে দেখেছি, এখন দেখছি অন্যভাবে। সব মিলিয়ে আমার জীবনটাই বদলে গেছে।’
বাপ্পি জানান, এই করোনার কারণে অনেক বেশি ক্ষতি হয়েছে তার ক্যারিয়ারের। এরমধ্যে দুটি বড় ছবির কাজ শুরুর কথা ছিল। যা এখন বন্ধ। তবে তিনি মনে করেন, ‘আগে বেঁচে থাকতে হবে। বাঁচলে অনেক ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তাই এ সময়টাতে সবাইকে নিরাপদে থাকার অনুরোধ করছি।’