ইরফানের জন্য তিন খানের শোক

অভিনেতা ইরফান খানের মৃত্যুতে গোটা ভারত শোকাচ্ছন্ন। ভক্তরা বিমর্ষ। বলিউডের তিন খান আমির, শাহরুখ ও সালমানও শোকার্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়গ্রাহী কিছু কথা লিখেছেন তিনজনই। তার সঙ্গে তোলা একটি সাদাকালো ছবি টুইটারে শেয়ার করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার চোখে ইরফান তাদের সময়ের সেরা অভিনেতা।

বলিউডের তিন খান, ডানে ইরফান খান২০০৯ সালে ইরফানের ‘বিল্লু’ ছবিটি প্রযোজনা করেন শাহরুখ। টুইটারে ৫৪ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আমার বন্ধু… আমাদের সময়ের সেরা অভিনেতা ও অনুপ্রেরণা। আল্লাহ আপনার আত্মার মঙ্গল করুক ইরফান ভাই। আপনি আমাদের জীবনের অংশ ছিলেন, এ কথা বুকে আগলে রেখে আপনাকে মিস করবো।’
এর আগে টুইটারে শোক প্রকাশ করেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ৫৫ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের প্রিয় সহকর্মী ইরফানের চলে যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। কী কষ্টদায়ক সমাপ্তিই না হলো তার জীবনের। দুর্দান্ত প্রতিভাবান ছিলেন তিনি। তার পরিবার ও বন্ধুদের জানাই আমার আন্তরিক সমবেদনা। কাজের মাধ্যমে আমাদের জীবনকে যেভাবে আনন্দময় করেছেন সেজন্য ইরফান আপনাকে ধন্যবাদ। আপনাকে সবসময় স্মরণ করবো।’
জি সিনে অ্যাওয়ার্ডসে ইরফানের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুপারস্টার সালমান খান। ক্যাপশনে ৫৪ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘চলচ্চিত্র জগত, ভক্ত, আমাদের সবার বিশেষ করে তার পরিবারের বিশাল ক্ষতি হলো। তার পরিবারের জন্য মনটা খারাপ লাগছে। সৃষ্টিকর্তা তাদের শোক সইবার শক্তি দিন। শান্তিতে থাকো ভাই। আমাদের সবার অন্তরে আপনাকে সবসময় মনে পড়বে।’
দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর হার মেনেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান। কোলন সংক্রমণের কারণে বুধবার মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলে বাবিল ও আয়ানকে রেখে গেছেন ইরফান। বুধবার বিকালে মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে তাকে দাফন করা হয়। বলিউডের পাশাপাশি হলিউডের বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।

 
 
 
View this post on Instagram

Big loss to the film industry, his fans, all of us n specially his family. My heart goes out to his family. May God give them strength. Rest in peace brother u shall always be missed n be in all our hearts..

A post shared by Salman Khan (@beingsalmankhan) on Apr 29, 2020 at 3:02am PDT