গ্যেটে ইনস্টিটিউটে বিনোদনের অনলাইন প্ল্যাটফর্ম

‘টেলিভিশন’ ছবির পোস্টারকরোনাভাইরাসে গৃহবন্দি মানুষ। অনেক আগে থেমে গেছে সাংস্কৃতিক অঙ্গনের কাজও। বন্ধ হয়ে আছে সিনেমাহল, নাটক পাড়া ও মঞ্চসহ নানা স্থান।

এই মুহূর্তে একমাত্র অনলাইন প্ল্যাটফর্মেই শিল্পীরা নিজেদের কাজ নিয়ে হাজির হতে পারছেন। পাশাপাশি মানুষও করোনা অবসরের সময়টুকু এখানে কাটাতে পারবেন- এমন ভাবনা থেকে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট চালু করেছেন অনলাইন প্লাটফর্ম ‘কালাটুরমা.ডিজিটাল’।

এখানে থাকছে বাংলাদেশি কনটেন্টও। ইতোমধ্যে এতে রাখা হয়েছে মোস্তফা সরয়ার ফারকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’। বঙ্গবিডির সহায়তায় এটি দেখানো হচ্ছে।
এছাড়া এতে থাকছে বেশ কিছু বাংলাদেশি সরাসরি ইভেন্ট। গত ১৬ এপ্রিল প্রথম আয়োজনটি হয়। এছাড়া আগামীকাল থাকছে গানের অনুষ্ঠান।

ঢাকাস্থ গ্যেটে ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, দর্শকরা চাইলে বিনে পয়সায় এখানে যুক্ত হতে পারবেন। আর এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক আয়োজন দেখা যাবে। এ জন্য তাদের শুধু নিবন্ধন করতে হবে।

গ্যেটে ইনস্টিটিউটের নতুন প্লাটফর্মের ঠিকানা হচ্ছে: https://kulturama.goethe.de/