মা না থাকলে জীবনটা হয়ে যেত সিনেমা, বললেন তারা (ভিডিও)

গানে অংশ নেওয়া শিল্পীরা
আজ বিশ্ব মা দিবস। পরম ভালোবাসার এ মানুষটিকে ঘিরে আছে সবারই মধুর অনুভূতি। তাই তাকে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ গান। এর শিরোনাম, ‘তুমি না থাকলে লাইফটা হয়ে যেত সিনেমা’। 
যেখানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা, মিলন মাহমুদ, এলিটা করিম ও ইমন চৌধুরী। আর ভিডিওতে অংশ নিয়েছেন টেলিভিশনের কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে আছেন তারিক আনাম খান, স্বাগতা, নাঈম, তুষ্টি ও মুকিত।

তাওহীদ মিলটনের কথায় গানের সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অসীম।

সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা গানটির কথাগুলো এমন- ‘একে মা, দুইয়ে মা, তিনেও মা/ তুমি না থাকলে লাইফটা হয়ে যেত সিনেমা/ কখন যে কী করি, কী যে খাই/ বুড়ো হলেও আছি খোকাই/ আমিও মা তাই আজীবন তোমার খোকাই থাকতে চাই’।

গানটির প্রসঙ্গে কণ্ঠশিল্পী কণা বললেন, ‘মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আজীবনের। সন্তানের প্রতি মায়েরও তাই। মা দিবসে মায়ের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য এ গান তৈরি।’

নাঈম বলেন, ‘মা আছেন বলেই আমাদের অনেক টেনশন, ঝুট-ঝামেলা গায়ে লাগে না। তিনি পাশে না থাকলে জীবনটা কেমন হতো সেই কথাই উঠে এসেছে গানে।’

মা দিবস উপলক্ষে বিশেষ এই গানটি তৈরি করেছে রূপচাঁদা। তাদের ফেসবুক পেজে এটি প্রকাশিত হয়েছে।