হানিমুন-কোয়ারেন্টিনে থেকে শাওন-টয়ার শুটিং!

94031186_10207103965314327_9055276981213462528_oলিপইয়ারটাকে (২৯ ফেব্রুয়ারি, ২০২০) মিস করবেন না বলে হুট করেই বিয়ের সিদ্ধান্ত! এরপর ঘর গোছাতে না গোছাতেই শহরে নেমে এলো অলিখিত লকডাউন। বন্ধ সব শুটিং-আউটিং!

স্বাভাবিক কারণেই ঘরবন্দি হলেন নবদম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। ছোট পর্দার এই দুজন মানুষ ঘর গুছিয়ে কিংবা হানিমুনকাল পেরিয়ে এবার বার্তা দিলেন নতুন কিছুর। বললেন, চলমান হানিমুন-কোয়ারেন্টিনে থেকে অন্য অনেকের মতো শুটিং করছেন তারাও! তবে নবদম্পতি হিসেবে এটাই সম্ভবত প্রথম কোনও ঘটনা। যেখানে স্বামী-স্ত্রী ফ্রেমবন্দি হলেন একসঙ্গে।
এ দুজনকে নিয়ে ‘দূরে তবু কাছাকাছি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করছেন পুলক অনিল। নাটকটি নিবেদন করছে ক্লোজআপ ওয়ান।
কিন্তু কোন প্রক্রিয়ায় হচ্ছে এই নাটকের শুটিং। নির্মাতা পুলক জানান, ‘আমরা যে যার ঘরে বসে আছি। আমি ঘরে বসে ফ্রেম ঠিক করে দিচ্ছি। বলে দিচ্ছি। আর অনস্ক্রিনের কেমিস্ট্রিটা ঠিক ঠিক তুলে আনছেন শাওন ও টয়া।’
ওদিকে শাওন-টয়া নিজেরাই লাইট-ক্যামেরা-সেটআপ নিয়ে কাজ করছেন। এটাও এই সময়ের অন্যরকম প্রাপ্তি বলে ভাবছেন এই দম্পতি।
toya-1-thumbশাওন বলেন, ‘বিপদই বিপদ থেকে বের হওয়ার উপায় খুঁজে দেয়, আমরা এখন বিপদের মুখোমুখি দাঁড়িয়ে সেটি মোকাবিলার চেষ্টা করছি। জীবনেও তো ভাবিনি এভাবেও আমাদের কাজ করতে হবে।’
নির্মাতা জানান, শুটিং চলতি ‘দূরে তবু কাছাকাছি’ নাটকটি ঈদ উৎসবে প্রচারের সম্ভাবনা রয়েছে দেশের ১২টি বেসরকারি টিভি চ্যানেলে।