ক্ষুধার্তদের জন্য তাদের হোম কনসার্ট

তাহসান, রাফা, তপু ও মিনারকরোনাভাইরাসের বিরুদ্ধে মানবিক যুদ্ধে লড়তে বিশেষ আয়োজনে অংশ নিচ্ছেন চার জনপ্রিয় শিল্পী। তারা হলেন- তাহসান, তপু, রাফা ও মিনার।

কনসার্টের আদলে এই অনুষ্ঠানে বাসা থেকে সরাসরি গাইবেন তারা। আর সেখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে ক্ষুধার্তদের খাবারের জন্য।
আগামী ২৩ ও ২৪ মে দুদিন এ আয়োজন হবে। এতে দুজন করে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক ‌‌‘মিউজিক অ্যাগেনিস্ট হাঙ্গার’ নামের অনলাইন গ্রুপ।
আয়োজকরা জানান, এতে করে দরিদ্রদের জন্য তহবিল গঠনের চেষ্টা চলছে। অন্যদের দান করা অর্থ দিয়ে ক্ষুধার্তদের খাবার দেওয়া হবে।
হোম কনসার্টে ২৩ মে অংশ নেবেন তাহসান ও রাফা। আর ২৪ মে থাকছেন তপু ও মিনার।

তাহসান বলেন, ‘ত্রাণ সংগ্রহের জন্য এ আয়োজনটি হচ্ছে। আমি অনুরোধ করব, সামর্থ্যবানরা যেন এগিয়ে আসেন।’

এই শিল্পী আরও জানান, প্রথমদিনের আয়োজনের প্রথম ঘণ্টায় রাত ১০টায় গাইবেন রাফা। এরপর ১১টা থেকে তিনি পরিবেশনায় অংশ নেবেন। গানের পাশাপাশি পিয়ানোও বাজাবেন তাহসান।

ঠিক একইভাবে দ্বিতীয় দিনের আয়োজনে এক ঘণ্টা করে গাইবেন মিনার ও তপু। দুটি কনসার্ট থেকে পাওয়া অর্থ পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ দরিদ্রের মাঝে বিতরণ করবে।