একই ইন্ডাস্ট্রির একই পেশার শিল্পীদের মধ্যে দূরত্ব বা জেলাসি থাকাটা স্বাভাবিক। অনেকেরই অজানা, এই পাঁচ তারকার মধ্যে সে রকম কিছু নেই। উল্টো, নিজেদের মধ্যকার বন্ধুত্ব বেশ পুরনো ও মজবুত। তারই প্রথম বহিঃপ্রকাশ ঘটছে এবার। সম্প্রতি লকডাউনে ভিডিও আড্ডায় বসে তারা একটা পরিকল্পনা করলেন। ভাবলেন, ঘরে বসে ইন্ডাস্ট্রির জন্য কিছু করা দরকার। সিদ্ধান্ত চূড়ান্ত করলেন, পাঁচ জনে মিলে আগামীর জন্য অভিনয়শিল্পী বাছাই করবেন। যার নাম দিলেন ‘রাইজিং স্টার’।
এর অন্যতম সদস্য আরিয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের মধ্যে বয়স বা অভিজ্ঞতার তারতম্য আছে। কিন্তু মানসিকতা বা বন্ধুত্বের মধ্যে কোনও ঘাটতি নেই। আমাদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা আছে, কিন্তু একজন আরেকজনকে টেনে নামানোর আগ্রহ নেই। আমাদের এই আন্তসম্পর্ক বেশ পুরনো। যার আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ ঘটছে এবার। আমাদের ধারণা, ভালো কিছুই হতে যাচ্ছে।’
আরিয়ান জানান, এই প্রজন্মের তারকারা আগামীর তারকা খুঁজে বের করবেন, এটাই হলো মূল ঘটনা। এবং সেটি হবে হোম কোয়ারেন্টিনে থেকে।
এতে অংশ নিতে হলে প্রতিযোগীকে অভিনয় করতে হবে শিহাব শাহীন বা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এবং অপূর্ব বা আফরান নিশো বা মেহজাবীন অভিনীত যেকোনও নাটক/টেলিছবির দৃশ্য অনুকরণ করে। সেই ভিডিও ক্লিপ ধারণ করে পাঠাতে হবে নির্দিষ্ট ইমেইলে।
আয়োজকদের অনুরোধ, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই যেন ভিডিও ক্লিপটি তৈরি করেন প্রতিযোগীরা। ভিডিও ক্লিপ পাঠানোর সঙ্গে অবশ্যই নিজের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোনও বয়সসীমা থাকছে না। রাইজিং স্টার হান্টের অন্যতম কর্তা শিহাব শাহীন জানান, যে দৃশ্যটি অনুসরণ করে প্রতিযোগী অভিনয় করবেন সেটা যত মিনিট, ভিডিও ক্লিপের ব্যাপ্তিকালও তত মিনিট হতে হবে। এছাড়া ভিডিওতে প্রতিযোগীর নিজেকে কণ্ঠ দিতে হবে, টিকটক বা এই ধাঁচের ভিডিও ক্লিপ গ্রহণযোগ্য হবে না।
ভিডিও ক্লিপ পাঠানো যাবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে দ্রুত সময়ের মধ্যে এগুলো বিচার বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাঁচ বিচারক। যে সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবে দুই জোড়া নতুন অভিনয়শিল্পী।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও বিচারক মেহজাবীন চৌধুরী জানান, প্রতিযোগীদের পাঠানো ক্লিপগুলো থেকে বাছাই করে তারা প্রাথমিক একটি তালিকা তৈরি করবেন। সেগুলো প্রকাশ করা হবে রাইজিং স্টার বাংলাদেশ নামের ফেসবুক পেইজে। সেখান থেকে দর্শকদের ভালোলাগা, সর্বোচ্চ লাইক, কমেন্ট, শেয়ার ও এই পাঁচ বিচারকের সম্মিলিত নম্বরে নির্বাচন করা হবে দুই জোড়া (ছেলে ও মেয়ে) বিজয়ীকে।
বিজয়ীরা পাবেন শিহাব শাহীন ও মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে দুটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ! সিএমভি’র প্রযোজনায় বিশেষ এই দুটি প্রজেক্টের সরাসরি তত্ত্বাবধানে থাকবেন তিন অভিনয়শিল্পী অপূর্ব, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘বিষয়টি আমাদের মাথায় আসে লকডাউনটাকে কাজে লাগানোর উত্তম উপায় খুঁজতে গিয়ে। আমরা পাঁচ জনই দ্রুত সিদ্ধান্তে আসি, করলে এটাই করা উচিত। কারণ, আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত খেয়াল করি, অসংখ্য মানুষ আমাদের পোস্টে এসে কমেন্ট করেন অভিনয় করার আকুতি জানিয়ে। এই মানুষগুলোর জন্য আমরা আসলে কিছু করতে পারি না। এছাড়া এমনও অনেক মেধাবী আছেন যারা লজ্জায় পোস্টেও কমেন্ট করতে পারেন না। মূলত এই ছড়িয়ে থাকা মানুষগুলো থেকে আমরা আসল মেধাবী দুটি জুটি খুঁজতে চাই। শিল্পী খোঁজা ছাড়া এখানে আমাদের ভেতরে আর কোনও বাণিজ্যিক পরিকল্পনা নেই।’
এদিকে উদ্যোগের অন্যতম তারকা আফরান নিশো জানান, এই উদ্যোগ সফল হলেই তারা স্ক্রিপ্ট রাইটার খোঁজার পরিকল্পনা করে রেখেছেন। সেটিও হবে এই পাঁচ জন প্যানেল বিচারকের সমন্বয়ে।
আরিয়ানের সমাপনী ভাষ্য ছিল এমন, ‘ইন্ডাস্ট্রির কাজে আসবে, এমন আরও অনেক কিছু করতে চাই আমরা।’
রাইজিং স্টার বাংলাদেশ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত খোঁজ পাওয়া যাবে নিম্নের পেইজে ঢুকে-