‘গানের দল ও কৃষ্ণকলি’ ব্যান্ডের প্রথম গানচিত্র

ভিডিওতে ব্যান্ডের সদস্যরাপ্রকাশ হলো ‘গানের দল ও কৃষ্ণকলি’ ব্যান্ডের প্রথম গান। নাম ‘প্রাকৃত হয়ে বাঁচি’।

যেখানে তারা কথা বলেছেন প্রকৃতির পক্ষে। মানুষকে জানিয়েছেন প্রকৃতি বাঁচানোর আহ্বান। গানচিত্রটি প্রকাশ হয় ১২ জুন দিন পেরিয়ে মধ্যরাতে কৃষ্ণকলি নামের ইউটিউব চ্যানেলে।

গানের মাধ্যমে কৃষ্ণকলির আহ্বান- চলো প্রকৃতিটাকে প্রকৃত রেখে প্রাকৃত হয়ে বাঁচি।
এটি প্রকাশ প্রসঙ্গে দলের অন্যতম সদস্য অর্ক সুমন বলেন, ‘প্রকৃতির সাথে মানুষের যথেচ্ছাচার অনেক হলো। সেটা আর না। কারণ এর ফলাফল কী সেটা আমরা এরমধ্যে উপলব্ধি করতে পারছি নানাভাবে। ফলে প্রকৃতির সঙ্গে দূরত্ব ঘুচিয়ে প্রকৃতিরই কোলে ফিরে যাওয়ার আহ্বান নিয়ে এই গান। পৃথিবী সর্বক্ষণ সুন্দর ও বাসযোগ্য থাকুক- আমাদের প্রত্যাশা।’
প্রাকৃত হয়ে বাঁচি:

‘গানের দল ও কৃষ্ণকলি’ ব্যান্ডের লাইনআপ: কথা, সুর ও কণ্ঠে কৃষ্ণকলি ইসলাম, লিড গিটার আহনাফ খান আনিক, রিদম গিটার ও সাউন্ড ডিজাইনার অর্ক সুমন, বেজ গিটার আশীষ সরকার, পিয়ানো তৈসিফুর রহমান ঈম ও ড্রামস সুদীপ্ত বর্ধন শুভ।

# মার্শে দ্যু ফিল্মে কণ্ঠশিল্পী কৃষ্ণকলির চলচ্চিত্র!