অর্ধযুগ পর আবারও ইমন-ডলি

ডলি ও ইমনসংগীত পরিচালক শওকত আলী ইমন ও কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সম্পর্কটা বেশ পুরনো। তবে মাঝে ছিল বিরতি। সেটা ভেঙে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে গানে ফিরলেন।

নির্দিষ্ট কোনও কারণ বলতে নারাজ, কিন্তু করা হয়নি তাদের কোনও গান। এমনকি গত ৬ বছর কথাবার্তাও হয়নি তাদের!

শওকত আলী ইমন বলেন, ‘আমার অনেক সুপারহিট গানের শিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু হঠাৎ তার সঙ্গে আমার কাজের দূরত্ব তৈরি হয়। তবে কী কারণে, তা মনে নেই। দীর্ঘ ছয় বছর পর করোনার এই সময়ে আবারও আমরা একসঙ্গে কাজ করলাম। দারুণ একটি গান হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
নতুন গানের নাম ‘লুকাইয়া রাখি’। গতকাল (১৪ জুন) এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। মূলত চলচ্চিত্রে এটি ব্যবহৃত হবে। বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেশত’ সিনেমায় থাকছে গানটি।
এদিকে, গত দুই দশক ধরে চলচ্চিত্রের গানে কাজ করে চলা ইমন প্রথমবারের মতো অন্যের সুরে গেয়েছেন।
‘কফির পেয়ালা’ নামের এই গানটি ২১ এপ্রিল অন্তর্জলে উন্মুক্ত হয়েছে। আশিক মাহমুদের কথায় প্রেমময় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

অন্যদিকে ডলিও আগের চেয়ে গানে এখন বেশ নিয়মিত।