ঈদে টয়ার ‘বেসামাল’

সাজ্জাদ, মাসুম ও টয়াগত লিপ ইয়ারে হুট করেই বিয়ে করেছিলেন অভিনেত্রী মুমতাহীনা টয়া ও অভিনেতা শাওন। জীবনের নতুন অধ্যায় শুরুর পর একটি নাটকে কাজ করে ঘরবন্দি হয়েছিলেন।
কারণ. করোনার প্রাদুর্ভাব। তাই দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে এলেন টয়া। করলেন ‘বেসামাল’ নাটকের কাজ। এর গল্প লিখেছেন শফিকুর রহমান শান্তনু ও নির্মাণে আছেন সরদার রোকন।

টয়া জানান, স্বাস্থ্যবিধি মেনে এর শুটিং হয়েছে। নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘করোনার এই সময়ে আমরা নিরাপদ দূরত্ব মানার চেষ্টা করেছি ও স্বাস্থ্যবিধি মেনে চলেছি। এর গল্পটি চমৎকার। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’

এর গল্পে দেখা যাবে, নিশাদ ও সোহানী নবদম্পতি। তাদের ৪ মাসের সংসার। দুজনই চাকরিজীবী। রোজ সকাল দুজন একসঙ্গে বেরিয়ে যায় এবং সন্ধ্যায় একসঙ্গেই ফিরে।
হঠাৎ একদিন গাড়ির সামনে এক বৃদ্ধ পড়ে যায়। সেই বৃদ্ধ নিশাদের গ্রাম থেকে আসা এক দাদা। তাদের চমকে দেওয়ার জন্য তিনি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছেন।

তারা দাদুর দায়িত্ব বাসার কেয়ারটেকারকে বুঝিয়ে অফিসে চলে যায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে কেয়ারটেকার তাদের হাতে ধরিয়ে দেয় লম্বা এক ফর্দ। শুরু হয় একের পর এক দুর্ঘটনা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, টয়া, মাসুম বাশারসহ অনেকে।