সিক্যুয়েল দিয়ে ফিরছেন চঞ্চল-মম

একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী ও মমঅনেক দেরি হয়ে গেল। তবে এরইমধ্যে দেশের বেশিরভাগ তারকা শিল্পী শুটিংয়ে ফিরেছেন। সেই ধারাবাহিকতায় এবার ফিরলেন চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম।

দুজনে যুক্ত হলেন সকাল আহমেদের একটি সিক্যুয়েল নাটকের কাজে। নাম ‘বক্কর এখন ব্যাংকার’। যেটি গত বছরের জনপ্রিয় নাটক ‘বিসিএস বক্কর’-এর ধারাবাহিকতা নিয়ে নির্মিত হচ্ছে। শুটিং শুরু হয়েছে ১৬ জুলাই থেকে। জানালেন, এর অন্যতম অভিনেত্রী মম।
মিজানুর রহমান বেলালের গল্পে এই নাটকে জাকিয়া বারী মম অভিনয় করছেন সদ্য বিসিএস পাশকরা পুলিশ অফিসারের চরিত্রে। যিনি চাকরির প্রথম দিনেই অসদাচরণের জন্য গ্রেফতার করেন চঞ্চল চৌধুরীকে। আবার তাকে মনে মনে ভালো-ও বাসেন মম!
এমন রহস্যময় প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি।
মম বলেন, ‘গল্পটি জনপ্রিয় হয়েছে গত বছর। সেজন্যই এটি এবারও করছি। শুটিংয়ে ফিরে ভালো লাগছে। সবাই যথেষ্ট সচেতন হয়ে কাজ করছি। তবে মনের মধ্যে একটা ভীতিও কাজ করছে। দেখা যাক, কতোটা মানাতে পারি।’
নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন দেলোয়ার হোসেন দিলু, মাহবুব আল রশিদ খান, সানজিদা কাইয়ুম, মাসুম বাশার প্রমুখ।
‘বক্কর এখন ব্যাংকার’ প্রচার হবে যথারীতি আরটিভির ঈদ আয়োজনে।