অস্থির করোনাকালে সুস্মিতা আনিসের স্বস্তির গান

চেনা শহরের চেহারাটা বদলে গেছে, চলছে করোনাকাল। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মনে অস্থিরতা। সেই অস্থিরতার কথা মাথায় রেখে স্বস্তি দেওয়ার মতো গান প্রকাশ করেছেন সুস্মিতা আনিস।
‘ঘুম হতে চাই’ শিরোনামের এই গানচিত্রটি প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অডিও-ভিডিও প্ল্যাটফর্মে।
নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন কোলকাতার জয় সরকার। তানিম রহমান অংশুর পরিচালনায় ভিডিওর শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। আর এতে মডেল হয়েছেন কলকাতার আদিল সুলতান ও কৈশম্বী চক্রবর্তী।
সুস্মিতা আনিস বলেন, ‘দেখুন গোটা বিশ্বের মানুষই এখন একটা অস্থির সময় কাটাচ্ছে। কারোই মনের অবস্থা ভালো না। আমাদের চেনা পরিবেশটা বদলে যাচ্ছে। নতুন এক পৃথিবীর দিকে যাচ্ছি আমরা। এই যখন অবস্থা, তখন আমার গানটা শ্রোতাদের মনে খানিক প্রশান্তি দিতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই গানটি প্রকাশ করেছি।’সুস্মিতা আনিস