ভূতের সাজে তারা কারা!

চিরকুট ব্যান্ডগায়ে কালো আলখাল্লা। কারও চোখের মণি বড়, কারও স্বাভাবিক। কারও কপালে আঘাত তো কারও হাতে। এমনই পাঁচ ভূত মিলে গাইছে করোনার গান!

হ্যাঁ, মজার এই কাজটি করেছে ব্যান্ড চিরকুট। কোয়ারেন্টিনে ঘরের সময়টাকে একটু আনন্দময় করতেই তাদের এই উদ্যোগ। আর তা শিশুদের জন্য। গানের নাম ‘ভূত সামলাও’।

ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘করোনার এই দিনগুলোতে আমরা সবাই বাসায় আটকে আছি। এই সময়টাতে যেন অবসাদ ঘিরে না ধরে ও বাচ্চাদের সময় যেন আরও ভালো কাটে সে জন্য গানটি তৈরি করা। ঈদে বড় ও ছোট বাচ্চাদের জন্য আমাদের উপহার এটি।’পঞ্চভূত

গানটির কথা লিখেছেন সুমি নিজেই। ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু।

সুমি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, বাচ্চাদের কিছু একটা উপহার দিতে। সেখান থেকে গানটি লেখা। কিছুদিন আগে আমার শিল্প নির্দেশনায় একটি বিজ্ঞাপন তৈরি হয়েছিল। সেটিও ভূত নিয়ে। সেসময় আমি অভিনয় না করলেও নিজে ভূতের গেটআপ নিয়েছিলাম। সেটা নিয়েই এবার গানে হাজির হয়েছি।’

গানটি চিরকুটের ফেসবুক পেজ ও ইউটিউবে আজ (৩০ জুলাই) অবমুক্ত করা হয়েছে।

ভিডিও: