অতি চালাক দুই জামাইয়ের গল্প

দুই জামাতা- শতাব্দী ও এজাজহাসান সাহেবের তিন মেয়ে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তবে তার দুই জামাতাকেই অতি ধুরন্ধর বলে মনে করেন তিনি।
এদের একজন সাব্বির, আরেকজন হাসিব। দুজনেই সামনাসামনি শ্বশুরকে অতিরিক্ত শ্রদ্ধার ভাব দেখায়।
কিন্তু শ্বশুরের সন্দেহ দূর হয় না। দুই জামাতার স্বরূপ জানতে বুদ্ধি আঁটেন হাসান সাহেব। বাবা মারা গেছেন, এমন একটি মিথ্যা খবর ছোট মেয়েকে দিয়ে দুই মেয়ে জানান তিনি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

বাংলাদেশ টেলিভিশনে জন্য নির্মিত বিশেষ নাটক এটি। এর নাম ‘উৎসব উৎসব’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, ড. এজাজুল ইসলাম, জিয়াউল হাসান কিসলু, শিরিন আলম, হাফিজুর রহমান সুরুজ, পুতুলসহ আরও অনেকে। এটি দেখানো হবে ঈদের দিন (১ আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর।