কৃপণ বাবা বনাম হাতখোলা ছেলে...

জাহিদহাসান ও তারিন জাহান

সিরাজ উদ্দিন খান অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বয়স ৭০। স্ত্রী গত হয়েছেন প্রায় ১০ বছর আগে।
একমাত্র সন্তান সাজ্জাদ, বিবাহিত, ব্যবসা করে। পুত্রবধূ নীলা গৃহিণী। সিরাজ উদ্দিন খানের একটি বড় বৈশিষ্ট্য হলো তিনি বড্ড কৃপণ। কিন্তু তার একমাত্র ছেলে সাজ্জাদ বাবার ঠিক উল্টো বৈশিষ্ট্যের। হাতখোলা স্বভাব। যে কারণে বাপ-ছেলেতে খুব একটা বনিবনা নেই। সাজ্জাদের ব্যবসা এখন উন্নতির দিকে। ব্যবসাকে আরও ভালোভাবে দাঁড় করাতে এই মুহূর্তে তার বেশ কিছু টাকা দরকার। কিন্তু কৃপণ বাবার কাছ থেকে কিছুতেই টাকা আদায় করতে পারছে না।
সাজ্জাদ তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে বাবার দুর্বল জায়গা খুঁজে বের করে।

এটি ‘বনে ভোজন’ নামের সাত পর্বের ধারাবাহিকের নাটকের গল্প। রচনা করেছেন লিটু সাখাওয়াত ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তারিন জাহান, পায়েলিয়া পায়েল, আরফান, আইরিন তানি, শাহেদ আলী সুজন প্রমুখ। দীপ্ত টিভিতে ঈদের ৭ দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে এটি।