বড়লোকের বেটির কবলে মোশাররফ করিম!

নাটকে মোশাররফ ও ঊর্মিলাপশ্চিমবঙ্গের গীতিকার রতন কাহারের লেখা ‘গেন্দা ফুল’ বা ‘বড়লোকের বেটি লো’ গান চলতি বছর ব্যাপক আলোচনায় আসে।
তার কারণ, এটি রিমেক করেন বলিউড র‌্যাপার বাদশা। এবার আলোচিত এ গানের নামেই ঈদে প্রচার হবে নাটক।

এর নাম ‘বড়লোকের বেটি লো’। যেখানে বড়লোকের বেটির ভূমিকায় আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। আর তার কবলেই পড়বেন অভিনেতা মোশাররফ করিম। মূলত এ নাটকের মাধ্যমেই লকডাউনের পর কাজে ফেরেন তারা।
মোশাররফ করিম জানান, নাটকটির গল্প খুব ভালো। তাই করোনার সময়ে যে অল্প সংখ্যক নাটক করেছেন, তার মধ্যে এটি একটি। পুরো স্বাস্থ্যবিধি মেনে এ কাজটি হয়েছে।ঊর্মিলা

নাটকটি লিখেছেন সোহেল নাহিদ। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
পরিচালক জানান, এটি ঈদের জন্যই তৈরি। ফলে পুরো নাটকে থাকছে হাসির নানা খোরাক। নাটকটি বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন (৩ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে।