মনোজ প্রামাণিকের কোয়ারেন্টিনবাসের গল্প

শুটিংয়ে মনোজ প্রমাণিক, ডানে ছবিটির পোস্টারঢাকা ফেরত এক গার্মেন্টসকর্মীর গ্রামে ফেরা এবং গ্রামীণ রাজনীতির কবলে পড়ে কোয়ারেন্টিনবাসের গল্প নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘পতঙ্গশিকারী ফুল’।

এতে অভিনয়ের পাশাপাশি যুগ্ম পরিচালকের দায়িত্ব পালন করেন মনোজ প্রামাণিক। আরও অভিনয় করেছেন বর্ণা পোদ্দার, হুমায়রা স্নিগ্ধা ও ইয়ামিন, জিত প্রমুখ।
নূরুলা আলম আতিকের সাথে পরিচালনার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মনোজ প্রামাণিক বলেন, ‘আমি তো দুই বছর ধরে অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে সহকারী হিসেবে কাজ করছি। সেটা শখের বশে বলা যেতে পারে। তবে নূরুল আলম আতিকের সঙ্গে পরিচালক হওয়াটা একেবারেই সময়ের দাবিতে, প্রয়োজনে।’
মনোজ জানান, ২৫ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি প্রচার হবে আজ (৭ আগস্ট) রাত সাড়ে ন’টায় দীপ্ত টিভিতে।