‘ইরোজ নাউ’ এখন বাংলাদেশে!

ইরোজ নাউ-এর ক্যাটালগদক্ষিণ এশিয়ার জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম ‘ইরোজ নাউ’ এখন বাংলাদেশে।
যেখানে রয়েছে হাজার হাজার অরিজিনাল ওয়েব সিরিজ, সিনেমা, শর্টফিল্ম এবং বিনোদনের নানা আয়োজন। এবার এই ওটিটি প্লাটফর্মটি যাত্রা শুরু করলো বাংলাদেশেও। এই প্ল্যাটফর্মে বাংলাদেশি দর্শকেরা যেমন ভারতীয় ওয়েব সিরিজ, সিনেমা, নাটক ও শর্টফিল্ম দেখতে পারবেন, পাশাপাশি বাংলাদেশের কাজগুলোও এই গ্লোবাল প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।
সম্প্রতি ইরোজ নাউ বাংলাদেশের এলবিসি মিডিয়ার সঙ্গে পার্টনারশিপ করার ঘোষণা দেয়। যার ফলে ইরোজ নাউ-এর মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং যৌথভাবে কনটেন্ট নির্মাণ করবে। পাশাপাশি ব্যবসায় সম্প্রসারণের কার্যক্রম হিসেবে টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী, সেটআপ বক্স ও টিভি সেটের মাধ্যমে তাদের সেবা বিস্তৃত করবে।
ইরোজ নাউ-এর বাংলাদেশি পার্টনার এলবিসি মিডিয়ার হেড অব মার্কেটিং নুসরাত জেরিন বলেন, ‘‘ইরোজ নাউ’ জনপ্রিয় ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে ১২ হাজারের বেশি বিভিন্ন ধরনের কনটেন্ট রয়েছে, যা বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করবে। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে সারা দেশের দর্শকদের জন্য ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট।’’
বাংলাদেশে চালু হওয়া প্রসঙ্গে ইরোজ নাউ-এর চেয়ারম্যান রিশিকা লুল্লা সিং বলেন, ‘আমাদের এই পার্টনারশিপের মাধ্যমে ইরোজ নাও আরও একধাপ এগিয়ে গেলো। আমাদের জনপ্রিয় সব ভারতীয় কনটেন্ট বিশেষ করে জনপ্রিয় বাংলা চলচ্চিত্রগুলো বাংলাদেশের দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে সক্ষম হবে।’
ইরোজ নাউ বিশ্বব্যাপী ১৮৬.৯ মিলিয়নের বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং ২৬.২ মিলিয়ন মাসিক সাবস্ক্রাইবারকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এমনটাই জানান সংশ্লিষ্টরা।

এর আগেই বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে ভারতের আরও দুটি উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম- হইচই ও জি ফাইভ।