ন্যানসি স্বামী-সন্তানসহ ময়মনসিংহ ছিলেন। খবর পেয়ে তারা ঢাকায় রওনা হয়েছেন।
ন্যানসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত থেকেই নাকি আব্বার শরীর খারাপ ছিল। বুকে ব্যথা ও কাশি ছিল। তবে আমরা গতকালকেও কিছু জানতাম না। সকালে বাবার মৃত্যুর খবরটা শুনলাম। শোনা মাত্র ঢাকায় রওনা হয়েছি। ছোট ভাই আমার সঙ্গে আছে। আর বড় জন ঢাকাতেই আছেন।’
নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থনিয়ন্ত্রক ছিলেন। চার বছর আগে অবসরে গিয়েছিলেন। এরপর থেকে ঢাকার বাসাতেই থাকতেন। ন্যানসি জানান, নেত্রকোনায় ন্যানসির মায়ের কবরের পাশে বাবাকে সমাহিত করার ইচ্ছে তাদের।